সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এদেশের মাটিতে পা রাখার আগে থেকেই বাজবল ক্রিকেট নিয়ে চর্চা হচ্ছে। কিন্তু রাজকোটে দ্রুত উইকেট হারানোর পরে মারমুখী ক্রিকেট না খেলে রক্ষণাত্মক ক্রিকেটের দিকে ঝোঁকে ইংল্যান্ড। আর তখনই জশপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) কটাক্ষ করতে শোনা যায়।
ইংল্যান্ড তখন দ্রুত তিনটি উইকেট হারিয়েছে। বাধ্য হয়ে রক্ষণাত্মক ক্রিকেটের উপরে জোর দেয় ইংল্যান্ড। বুমরাহর বল ডিফেন্স করেন জো রুট। তার পরেই স্টাম্প মাইক্রোফোনের সামনে বুমরাহকে বলতে শোনা গিয়েছে, ”এরা তো এখন মারছেই না।”
[আরও পড়ুন: র্যাঙ্ক টার্নার বানিয়ে জিতেছে ভারত! সাংবাদিকের মন্তব্যের মোক্ষম জবাব দিলেন ক্ষুব্ধ রোহিত]
সতীর্থদের দিকে তাকিয়ে বুমরাহকে হাসতে দেখা যায়। যশস্বী জয়সওয়াল দ্বিতীয় ইনিংসে দ্বিশতরান করেন। জয়সওয়ালের ডাবল হান্ড্রেড দেখার পরে ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেটকে বলতে শোনা গিয়েছিল, ”বিপক্ষ দলের ক্রিকেটারদের যখন এরকম আগ্রাসী মেজাজে খেলতে দেখি তখন মনে হয় এই ইনিংসে আমাদেরও খানিকটা কৃতিত্ব রয়েছে।” ডাকেটের এহেন মন্তব্য ভালো ভাবে নেননি ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন। তিনি পালটা দেন ডাকেটকে। অন্য দিকে নজর না দিয়ে খেলার উপরে জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন ভন।