shono
Advertisement

Breaking News

Jawan Review: মরচে ধরা সিস্টেমকে প্রশ্ন ছুঁড়ল ‘জওয়ান’! শাহরুখ যেন ‘নির্বিকার’ জনতার ‘রবিনহুড’

অ্যাটলির মাস্টারপিস, মাস্ট ওয়াচ পঞ্চাশোর্ধ্ব 'জওয়ান'-এর ম্যাজিক !
Posted: 03:09 PM Sep 07, 2023Updated: 06:32 PM Sep 07, 2023

সন্দীপ্তা ভঞ্জ: “কিং ইজ ব্যাক…”, ‘পাঠান’ ছবির মধ্য দিয়েই হুঙ্কার ছেড়েছিলেন, আর এবার আট মাসের ব্যবধানে ‘জওয়ান’ হয়ে পরিত্যক্ত রণক্ষেত্রে শুধু যে এলেন তাই নয়, বিজয়রথও ছোটালেন শাহরুখ খান। ‘জওয়ান’ পরিচয় দিতেই প্রেক্ষাগৃহগর্ভ ভরে উঠল সিটির আওয়াজ হাততালিতে।

Advertisement

সিনেমার প্রতিটা প্লটে প্লটে সিস্টেমের মেরুদণ্ড কতটা মজবুত, দেখার জন্য টোকা দিয়েছেন! রোজকার ডাল-ভাতের চিন্তা করা আমজনতাকে শিখিয়ে দিলেন ‘পরিবর্তন পরিবর্তন’ করে চেঁচালেই হয় না, জনতাই আসল জনার্দন। গণতন্ত্রের আওয়াজ কতটা শক্তিশালী, নির্বিকার জনতাকে ‘জওয়ান’ সিনেমার মধ্য দিয়ে সেই পাঠই দিলেন শাহরুখ। নেপথ্যের কৃতিত্বটা অবশ্য পরিচালক অ্যাটলির। যিনি বাদশার মধ্যে ‘আলাদিনের চিরাগের’ সন্ধান পেয়েছেন। একের পর এক ফ্লপ স্কোর করে জনতার খোঁচা খাওয়া নিঃসঙ্গ সম্রাটের কাঁধে ভরসার হাত রেখেছেন।

টিজার-ট্রেলারে উত্তেজনার পারদ চড়িয়েছিলেন, আর এবার সিনেমায় আরও দুর্ধর্ষ অবতারে ধরা দিলেন। সেসব ঝলক তো শুধুমাত্র হিমশৈলের চূড়ামাত্র ছিল! আসল ম্যাজিক বড়পর্দায়। তাও আবার দ্বৈত ভূমিকায়। এই ছবির পরতে পরতে রহস্য-রোমাঞ্চ। প্রেক্ষাগৃহে ঘাড় ঘোরানোর সুযোগ নাও পেতে পারেন দর্শকরা। ‘পাঠান’-এর থেকেও উন্নতমানের প্লট। ‘জওয়ান’ ছবিতে ‘দুষ্টের দমন, শিষ্টের পালন করা’ বিক্রম রাঠোর ওরফে শাহরুখ যেন আদ্যোপান্ত ‘রবিনহুড’। কখনও দেশের কৃষক আত্মহত্যার পরিসংখ্যান উল্লেখ করে নির্বিকার আমজনতাকে নাড়িয়ে দিয়েছেন, আবার কখনও বা গল্পের মোচড়ে আশির দশকের আগ্নেয়াস্ত্র কেলেঙ্কারির ঘটনাও মনে করিয়েছেন। সরকারি হাসপাতালের হতদরিদ্র দশার ঝলকও তুলে ধরল ‘জওয়ান’।

 

প্রমিলা বাহিনী নিয়েই জয় করে দেখালেন ‘আজাদ’ শাহরুখ খান। নড়বড়ে সিস্টেমের ফাঁদে পড়ে শৈশব, কৈশোর, ভবিষ্যৎ নষ্ট হয়ে যাওয়া মহিলাদের নিয়েই টিম তৈরি করে সরকারকে ভড়কে দিলেন তিনি। দক্ষিণী অভিনেত্রী প্রিয়ামণির পাশাপাশি দঙ্গল গার্ল সানিয়া মালহোত্রা, বঙ্গকন্যা সঞ্জিতা ভট্টাচার্য, মারাঠি অভিনেত্রী গিরিজা ওক-রা ‘চিফ’-এর অ্যাঞ্জেলের মতোই গোটা সিনেমায় বলিষ্ঠ ছায়া হয়ে পাশে রইলেন।

সিনেমার দুই অভিনেত্রীর কথা উল্লেখ না করলেই নয়! ‘চেন্নাই এক্সপ্রেস’-এর স্মৃতি উসকে দিল শাহরুখ-দীপিকা পাড়ুকোন জুটি। মহিলা পুলিশ অফিসারের ভূমিকায় দক্ষিণী সুপারস্টার নয়নতারাও তুখড়। কিং খানের সঙ্গে রীতিমতো পাল্লা দিয়েছেন অ্যাকশন সিকোয়েন্সগুলিতে। তার অবশ্য আরেকটি পরিচয়ও রয়েছে এই গল্পে, সেটা সারপ্রাইজই থাক বরং! তবে বিশেষভাবে উল্লেখ্য, খলনায়ক ‘কালি’র ভূমিকায় বিজয় সেতুপতির অভিনয়। ঠান্ডা মাথায়, শিরদাড়ায় হিমস্রোত বইয়ে দেবে তাঁর সংলাপ ও উপস্থিতি। কিছু দৃশ্যের লাইমলাইট পুরো কেড়ে নিয়েছেন দক্ষিণী অভিনেতা। অ্যাটলির আরেক ‘সারপ্রাইজ’ সঞ্জয় দত্ত। 

সর্বপরি, আমজনতাকে আঙুলের সদ্ব্যবহার নিয়েও গুরুত্বপূর্ণ পাঠ দিল ‘জওয়ান’। চলতি ভাষায়, কাঠি না করে, শাহরুখের সংলাপের মধ্য দিয়েই গণতন্ত্রের মসনদে উপযুক্ত সরকার নির্বাচনের উপদেশ দিলেন পরিচালক অ্যাটলি। একের পর এক চমক। ২ ঘণ্টা ৪৫ মিনিটের ছবিতে শাহরুখের সঙ্গে দর্শকরা যেমন হাসলেন, তেমন কাঁদলেনও। রোম্যান্স, অ্যাকশন, নাচ-গান… মশালা মুভির পুরোদস্তুর উপকরণ যেমন মজুত রয়েছে ‘জওয়ান’-এ, ঠিক তেমনই আমজনতার উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তাও রয়েছে।

‘স্বদেশ’ ছবির পর বহুদিন বাদে পর্দায় ‘জওয়ান’-এর হাত ধরে দেশপ্রেমের গাঁথা বুনে দিলেন শাহরুখ। হ্যাঁ, যিনি ‘স্বদেশ’-এর মোহন ভার্গব, ‘চক দে ইন্ডিয়া’র কবীর খান, তিনিই ‘জওয়ান’-এর বিক্রম রাঠোর-আজাদ। অভিনয় নিয়ে আলাদা করে বলার কিছু নেই! রোম্যান্টিক বাদশা এখানে ‘পাঠান’-এর থেকেও তুখড় অ্যাকশন অবতারে ধরা দিয়েছেন। পঞ্চাশোর্ধ্ব জওয়ান কামাল করে দেখালেন। এই ছবি কিন্তু ভরপুর ‘পয়সা ওয়াসুল’। অ্যাটলির মাস্টারপিস। রহস্য, রোমাঞ্চ, রক্তারক্তি, সন্ত্রাস, নুইয়ে পড়া সিস্টেম, রোম্যান্সের নিখাদ মুখরোচক গল্প উপভোগ করতে প্রেক্ষাগৃহে ঢুঁ মারুন জলদি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement