সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'কনকাঞ্জলি'তে স্বর্ণখচিত লেহেঙ্গায় 'রাজরানি' বেশে ধরা দিয়েছিলেন আম্বানিবধূ রাধিকা মার্চেন্ট। এবার বধূবরণের পোশাকেও চমক! আন্তর্জাতিক খ্যাতনামাসম্পন্ন বাঙালি শিল্পী জয়শ্রী বর্মনের তুলির টানে রাধিকার লেহেঙ্গায় ফুটে উঠেছে ভারতের লোকসংস্কৃতি।
সময় কী বলছে? তা ধরে রাখে শিল্প। সে শিল্প যদি হয় নানা স্তরের, নানা প্রান্তের শিল্পীদের হাতে তৈরি, তবে তাতে আরও স্পষ্ট হয়ে যায় সময়ের ভাবনা। আম্বানিদের মেগাবাজেট বিয়ের জন্যেই সুখী দাম্পত্যের এক স্বর্গীয় ক্যানভাস তুলির টানে ফুটিয়ে তুললেন জয়শ্রী বর্মন। ফুসিয়া পিঙ্ক রঙের গোটা লেহেঙ্গায় আঁকা ভারতীয় সংস্কৃতির বিয়ের গল্পগাঁথা। আবু জানি সন্দীপ খোসলার ডিজাইন করা লেহেঙ্গার ১২টি প্যানেলেই তুলির টানে বিবাহ উৎসব, সুখী দাম্পত্যের মঙ্গলচিত্র ফুটিয়ে তুলেছেন বাঙালি শিল্পী। শুধু তাই নয়, আম্বানিপুত্র অনন্তের পশুপ্রেমের ভাবনার কথা মাথায় রেখে লেহেঙ্গাজুড়ে নানা পশু-পক্ষীর ছবি এঁকেছেন জয়শ্রী। যৌথ উদ্যোগে এই অভিনব পোশাকের নেপথ্যে রয়েছেন অনিলকন্যা রিহা কাপুরও। রেশমের জড়িতে গোটা ব্লাউজে হ্যান্ড এমব্রয়ডারি করা। রাধিকার এই বধূবরণের পোশাক ইতিমধ্যেই ফ্যাশনদুনিয়ায় প্রশংসিত হয়েছে।
শিল্পী জয়শ্রী বর্মন বলছেন, "আবু-সন্দীপরা আদ্যন্ত শিল্পী। তবে ওঁদের ডিজাইন করা লেহেঙ্গা এখানে আমার ক্যানভাস, পার্থক্য শুধু এই একটাই। রাধিকার এই অভিনব পোশাকে আঁকার ক্ষেত্রে রিহা কাপুর এবং আবু জানি সন্দীপ খোসলারা প্রত্যেকেই আমাকে শৈল্পিক স্বাধীনতা দিয়েছেন। একজন শিল্পী হিসেবে এই স্পেসটা কতটা প্রয়োজন, সেটা বুঝেছেন। আমার তুলিকে এই ক্যানভাসে রীতিমতো নাচতে দেখেছি। আশা করি, আমার কাজ রাধিকার মুখে হাসি ফুটিয়ে তুলবে।"
প্রসঙ্গত, বিয়ে-বিদায়ের অনুষ্ঠান শেষে এবার বধূবরণের পালা। শনিবার সকাল থেকেই আম্বানি পরিবারের ছোট বউমাকে স্বাগত জানাতে শশব্যস্ত আন্তেলিয়া। মেহেন্দি-সঙ্গীত, একগুচ্ছ প্রাক-বিবাহ অনুষ্ঠান থেকে বিয়ে, বিদায়বেলার মতো বধূবরণের সাজপোশাকেও চমক দিলেন রাধিকা মার্চেন্ট (Radhika Merchant)।
[আরও পড়ুন: বিদায়বেলায় স্বর্ণখচিত লেহেঙ্গায় ‘রাজরানি’ রাধিকা, পুরনো গয়নাতেই বিয়ে আম্বানিবধূর]
অন্যদিকে, বিয়ের অনুষ্ঠানের জন্য আবু জানি সন্দীপ খোসলার পোশাকে সেজেছিলেন রাধিকা। যা কিনা গুজরাতের কারুশিল্প ‘পনিটর’-এর অনুপ্রেরণায় তৈরি। হালকা গোলাপি আভায় আম্বানিবধূকে দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই। তবে বিয়ের আসরে কিন্তু পুরনো গয়না পরেই বসেছিলেন তিনি। ২০২০ সালে যে গলার নেকলেস পরে বিয়ে করেছিলেন তাঁর দিদি অঞ্জলি মার্চেন্টও। এর আগে ২০১৮ সালে ইশা আম্বানির বিয়ের রিসেপশনেও এই একই গয়না পরে এসেছিলেন অনন্ত প্রেমিকা রাধিকা। আসলে বংশপরম্পরায় দিদিমার সেই গয়না পরেই মার্চেন্ট পরিবারের মেয়ের বিয়ের রীতি রয়েছে। আম্বানি পরিবারের বউমা হলেও তাঁর ক্ষেত্রেও সেটার অন্যথা হয়নি।