সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আতঙ্ক কাটছে না কোটায়। এবার আইআইটি প্রবেশিকার প্রস্তুতি নেওয়া এক পড়ুয়ার রহস্যমৃত্যু হল রাজস্থানের কোটার পুরনো রাজীব গান্ধী নগর এলাকায়। ১৮ বছর বয়সি ওই পড়ুয়ার নাম কুশাগ্র রস্তোগি। সোমবার শৌচাগারের মধ্যে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা যায় কুশাগ্রকে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের এপ্রিল মাসে পরীক্ষার প্রস্তুতি নিতে কোটায় এসে এক হোস্টেলে থাছিল কুশাগ্র। দিন দুয়েক আগে তাঁর মা এসে তাঁর সঙ্গে ছিলেন। সোমবার সকালে স্নান করতে যায় ওই তরুণ। তবে ১৫ মিনিট কেটে যাওয়ার পরও সে বাইরে না আসায় বাথরুমের দরজা ধাক্কা দিয়েও কোনও জবাব মেলেনি। এর পর দরজা খুলে তিনি দেখেন বাথরুমে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে কুশল। তড়িঘড়ি হোস্টেলের কর্মীদের সাহায্যে হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।
[আরও পড়ুন: কুকি এলাকায় বোমা হামলার নির্দেশ খোদ মুখ্যমন্ত্রীর! ফাঁস মণিপুরের বিস্ফোরক অডিও]
যদিও কী কারণে ওই পড়ুয়ার মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই পড়ুয়ার বাবাকে খবর দেওয়া হয়েছে। তিনি এলে তার পর দেহ ময়নাতদন্ত করা হবে। পুলিশের তরফে জানানো হয়েছে, 'আমরা ওই পড়ুয়ার বাবা আসার অপেক্ষা করছি। ওর মাকেও ছেলের মৃত্যুর খবর এখনও দেওয়া হয়নি। কারণ, শহরে ওদের পরিচিত কেউ নেই। মঙ্গলবার ময়নাতদন্তের পর স্পষ্ট হবে মৃত্যুর কারণ।
[আরও পড়ুন: অসুস্থ সীতারাম ইয়েচুরি, ভর্তি হাসপাতালে]
কোটায় এই রহস্যমৃত্যুর পিছনে আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ তা এখনও স্পষ্ট না হলেও, কোটা আতঙ্ক দিনে দিনে আরও গুরুতর আকার নিচ্ছে। গত মাসেই দুই নাবালক পড়ুয়া আত্মহত্যা করেছিল এখানে। চলতি বছরে এখনও পর্যন্ত কোটায় ১৩ জন পড়ুয়া আত্মহত্যা করেছেন।