shono
Advertisement

Breaking News

Saif Ali Khan

হামলার পর বাবার সুরক্ষার ভার নিজের কাঁধে তুলে নিল জেহ, সইফকে কী দিল খুদে?

ছোট ছেলের কাণ্ডকারখানায় অবাক অভিনেতা।
Published By: Sayani SenPosted: 05:03 PM Feb 10, 2025Updated: 05:04 PM Feb 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবার উপর হামলা যেন বদলে দিয়েছে ছোট্ট জেহকে। হাসপাতাল থেকে ফেরার পর যেন বাবাকে একমুহূর্ত কাছছাড়া করতে চাইছে না সে। এবার বাবার সুরক্ষার ভারও একেবারে নিজের হাতে তুলে নিয়েছে একরত্তি। কীভাবে এমন গুরুদায়িত্ব একরত্তি কাঁধে তুলে নিল, তা স্পষ্ট করলেন সইফ।

Advertisement

তিনি এক সাক্ষাৎকারে জানান, জেহ তাঁকে একটি প্লাস্টিকে তরোয়াল দিয়েছে। সম্ভবত নিজের খেলনাই সেটি। ওই তরোয়ালটিকে বিছানায় রেখে ঘুমোতে বলেছে একরত্তি। যাতে এবার কেউ হামলা করতে আসলে কড়া ব্যবস্থা নিতে পারেন সইফ। ছোট ছেলের কাণ্ডকারখানায় হেসেও ফেলেন অভিনেতা।

গত ১৬ জানুয়ারি রাতে নিজের বাড়িতেই ছুরিকাহত হন সইফ আলি খান। শরিফুল ইসলাম কমপক্ষে ৬ বার তাঁকে ছুরিকাঘাত করে বলেই অভিযোগ। অভিনেতার পরিবার সূত্রে খবর, সইফের বাড়ির পিছনদিক দিয়ে শরিফুল বাড়িতে ঢোকে। জেহর ঘরের সামনে পৌঁছয়। খুদের দেখভালের দায়িত্বে থাকা পরিচারিকার সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ হয়। যা শুনে ঘুম ভেঙে যায় সইফের। অভিযোগ, শরিফুল সেই সময় তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হামলার পর গভীর ক্ষত নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সুস্থ রয়েছেন। রবিবার হাসপাতালে রুটিন চেকআপও করান সইফ। 'ছোটে নবাবে'র হামলাকারী শরিফুলকে দুষছেন প্রায় সকলে। তবে নিজে জখম হওয়ার পরেও শরিফুলকে 'বেচারা' বলে দাবি করেছেন সইফ। আর নিরাপত্তারক্ষী রাখবেন না বলেও জানিয়েছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হামলার পর বাবার সুরক্ষার ভার নিজের কাঁধে তুলে নিল জেহ।
  • জেহ তাঁকে একটি প্লাস্টিকে তরোয়াল দিয়েছে। তরোয়ালটিকে বিছানায় রেখে ঘুমোতে বলেছে একরত্তি।
  • ছোট্ট ছেলের এই কীর্তিতে হেসেও ফেলেন অভিনেতা।
Advertisement