shono
Advertisement

Breaking News

পরকীয়া সন্দেহে প্রকাশ্য রাস্তায় মারধর যুগলকে, ভাইরাল ভিডিও

প্রত্যক্ষদর্শীরা দেখেও প্রতিবাদ করেনি। The post পরকীয়া সন্দেহে প্রকাশ্য রাস্তায় মারধর যুগলকে, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.
Posted: 01:48 PM Jun 06, 2018Updated: 02:03 PM Jun 06, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা হোক বা রাজস্থান কিংবা ঝাড়খণ্ড, নীতি পুলিশের চোখরাঙানি এড়ায় সাধ্য কার! আর সেই কারণেই শুধুমাত্র সন্দেহের বশে দিনের আলোয় প্রকাশ্যে বেধড়ক মারধর করা হল এক মহিলা ও এক পুরুষকে। যে দৃশ্যের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

Advertisement

[বিস্ফোরণে হারিয়েছিল হাত, খুদে পৌলমীকে ৫০ হাজার টাকা অর্থ সাহায্য এসএফআই-এর]

ঘটনা ঝাড়খণ্ডের বোকারোর এক গ্রামের। জানা গিয়েছে, মধ্যবয়সি এই যুগলের মধ্যে বিবাহবহির্ভূত প্রেমের সম্পর্ক রয়েছে, এমনটা সন্দেহ করে স্থানীয়রা। যে খবর পৌঁছে যায় গ্রাম পঞ্চায়েতের কানেও। আর তরপরই তিন চারজন ব্যক্তি মিলে প্রকাশ্যে তাঁদের মারধর করতে শুরু করে। নির্দ্বিধায় মহিলার গায়ে হাত তোলে ওই পুরুষরা। ভিডিওতে দেখা যাচ্ছে, আশেপাশে দাঁড়িয়ে অনেকেই ঘটনার সাক্ষী ছিলেন। কিন্তু প্রতিবাদের জন্য কেউ এগিয়ে আসেননি। ভিডিওতে এও স্পষ্ট, ওই ব্যক্তিদের কাছে হাতজোড় করে ক্ষমা চাইছেন মহিলা। যন্ত্রণায় কাতর হয়ে মারধর না করার অনুরোধ জানাচ্ছেন বারবার। কিন্তু কার কথা কে শোনে। গাছের ডাল দিয়ে চলল মারধর। নেটদুনিয়ায় ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়তেই খবর পায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে হবে বলে জানিয়েছে পুলিশ। শীঘ্রই অপরাধীকে গ্রেপ্তার করা হবে বলেও জানানো হয়।

[কমল পাশের হার, মাধ্যমিকে কলকাতাকে পিছনে ফেলে দাপট জেলার]

তবে এমন ঘটনা এ দেশে নতুন নয়। সমাজে প্রেমিক যুগলের শত্রুর অভাব নেই। সম্প্রতি কলকাতায় মেট্রো রেলে এক যুগলকে ঘনিষ্ট অবস্থায় দেখে ক্ষুব্ধ হয়েছিলেন প্রৌঢ়রা। ঘটনায় যুবককে মারধরও করা হয়েছিল। যদিও সে ঘটনায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। এদিকে রাজস্থানেও প্রেম করার শাস্তি হিসেবে এক যুগলকে জুতোপেটা করা হয়েছিল। যার ভিডিওটিও ভাইরাল হয়েছিল সোশ্যাল সাইটে। এবার এমনই ঘটনার সাক্ষী রইল ঝাড়খণ্ড।

The post পরকীয়া সন্দেহে প্রকাশ্য রাস্তায় মারধর যুগলকে, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement