সুমিত বিশ্বাস: মাও দমন অভিযানে আরও সাফল্য পেল ঝাড়খণ্ড পুলিশ। ক্যাম্প গুঁড়িয়ে দিয়ে বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার করলো যৌথ বাহিনী। বুধবার ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম (চাইবাসা) জেলার ছোটানাগরা থানার দোলাইগড়া গ্রামের পাহাড়-জঙ্গল এলাকায় ঝাড়খণ্ডে মোতায়েন থাকা যৌথ বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই হয়। গুলির লড়াই-এ পিছু হঠে মাওবাদীরা। যৌথ বাহিনী মাওবাদীদের ক্যাম্প গুড়িয়ে দিয়ে অস্ত্রশস্ত্র, মাও নথিপত্র-সহ নানা জিনিসপত্র উদ্ধার করে। যৌথ বাহিনীর হাত ফসকে পালিয়ে যায় কেন্দ্রীয় কমিটির সদস্য আনমোল, অজয় মেহতা, অশ্বিন, পিন্টু লহেরা, চন্দন লহেরা অমিত হাঁসদা।
পশ্চিম সিংভূমের পুলিশ সুপার আশুতোষ শেখর বলেন, "মাওবাদীদের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক অভিযান চলছে। আমাদের কাছে খবর ছিল ছোটানাগরা থানা এলাকায় মাওবাদীরা কোন নাশকতামূলক কাজ করার চেষ্টা করছিল। আমরা খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের ক্যাম্প ভেঙে দিয়ে অস্ত্রশস্ত্র-সহ তাদের নথিপত্র উদ্ধার করি। মাও দমনে অভিযান চলবে। "
[আরও পড়ুন: বেহাল রাস্তা দেখে ‘দাবাং’ কীর্তি, স্টোনচিপ তুলে ইঞ্জিনিয়ারের পকেটে ঢোকালেন সাংসদ!]
ঝাড়খণ্ড পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্র গুলির মধ্যে রয়েছে একটি এসএলআর রাইফেল, এসএলআর ম্যাগাজিন তিনটি, .৩০৩ রাইফেল একটি নাইন এমএম পিস্তল একটি, .৩০৩ ম্যাগাজিন একটি, এসএলআরের কার্তুজ ১৭৪ রাউন্ড, ডিটোনেটার ৩৪টি, ল্যাপটপ চার্জার একটি, মাও নথিপত্র-সহ মাও ব্যানার একটি, ব্যাটারি ১৭ টি, কালো কার্তুজ পাউচ একটি, কালো রুকসেক সাতটি, নকশাল টুপি একটি, নকশাল সবুজ ইউনিফর্ম দুটি, পটকা একটি, পাওয়ার ব্যাঙ্ক একটি, তিনটি মোবাইল চার্জার, পাঁচটি চার্জিং কেবল, একটি ডিজিটাল মোটর, তিনটি পলিথিন সিট, ১২ টি টর্চ, চারটি ছাতা, একটি গ্যাস সিলিন্ডার, সাত প্যাকেট সরষের তেল, ওষুধপত্রসহ আরও নানা জিনিসপত্র। দীর্ঘদিন ধরেই ঝাড়খণ্ডের এই এলাকায় মাওবাদীর
পলিটব্যুরো সদস্য মিসির বেসরা, কেন্দ্রীয় কমিটির সদস্য অনল, অসীম মণ্ডল ওরফে আকাশের মতো নেতারা এই এলাকায় মাও কার্যকলাপ চালাচ্ছে। সেই কারণে চাইবাসা পুলিশ কোবরা ২০৯ ব্যাটেলিয়ান, ২০৩ ব্যাটেলিয়ান, ২০৫ ব্যাটেলিয়ান, মাও দমনে প্রশিক্ষিত বাহিনী ঝাড়খন্ড জাগুয়ার, সিআরপিএফ ৬০ ব্যাটেলিয়ান, ১৯৭ ব্যাটেলিয়ান, ১৫৭ ব্যাটেলিয়ান, ১৭৪ ব্যাটালিয়ন, ১৯৩ ব্যাটেলিয়ান, ১৩৪ ব্যাটেলিয়ান, ২৬ ব্যাটেলিয়ান, ও ১১ ব্যাটালিয়ন টিম করে অভিযান চালাচ্ছে। লোকসভা ভোটের আগে থেকে ঝাড়খণ্ড পুলিশ মাওবাদী অভিযান তীব্রতর করে একের পর এক সাফল্য পাচ্ছে।