shono
Advertisement
Jharkhand principal

স্কুলের পোশাকে লেখার শাস্তি, ঝাড়খণ্ডে ৮০ ছাত্রীকে জামা খুলিয়ে বাড়ি পাঠালেন প্রধান শিক্ষক

এই ঘটনার পর স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। স্কুলের সামনে বিক্ষোভ দেখিয়েছেন অভিভাবকরা।
Published By: Subhajit MandalPosted: 08:58 AM Jan 12, 2025Updated: 08:58 AM Jan 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশম শ্রেণির পরীক্ষার শেষদিন। দীর্ঘদিন দেখা হবে না বান্ধবীদের সঙ্গে। তাই একে অপরের জামায় 'শুভেচ্ছা বার্তা' লিখে দিয়েছিল ঝাড়খণ্ডের ধানবাদের এক বেসরকারি স্কুলের পড়ুয়ারা। অভিযোগ, সেই অপরাধে ৮০ জন পড়ুয়াকে জামা খুলিয়ে শুধু ব্লেজার পরিয়ে বাড়ি পাঠিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল ঝাড়খণ্ডে।

Advertisement

শুক্রবার ওই স্কুলে দশম শ্রেণির শেষ পরীক্ষা ছিল। পরীক্ষার পরে আবেগপ্রবণ হয়ে একে অপরের শার্টে নানা বার্তা লিখে দিচ্ছিল ছাত্রীরা। অনেক ক্ষেত্রেই বন্ধুরা বিদায়ের দিনে এমন করে থাকেন। কিন্তু বিষয়টি প্রধান শিক্ষকের নজরে পড়তেই গোল বেঁধে যায়। পুরো বিষয়টিতেই আপত্তি জানান তিনি। শুরু করেন বকাঝকা। প্রধান শিক্ষক বকাঝকা শুরু করায় ছাত্রীরা ক্ষমাও চায়। কিন্তু তাতে লাভ হয়নি।

অভিযোগ ক্ষুব্ধ ওই প্রধান শিক্ষক ৮০ জন ছাত্রীকে 'বার্তা' লেখা ওই জামাগুলি খুলে ফেলার নির্দেশ দেন। শেষমেশ শার্ট ছাড়া শুধুমাত্র ব্লেজার পরেই বাড়ি ফিরতে হয় দশম শ্রেণির পড়ুয়াদের। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। স্কুলের সামনে বিক্ষোভ দেখিয়েছেন অভিভাবকরা। তাঁদের অভিযোগ, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছে পড়ুয়ারা। ওই প্রধান শিক্ষকের কাছে পুলিশ এবং জেলাশাসকের কাছে অভিযোগ করেছেন অভিভাবকরা।

এই ঘটনায় চার সদস্যের এক দল গঠন করে তদন্ত শুরু হয়েছে। ছাত্রীদের সঙ্গেও কথা বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধানবাদের ডেপুটি কমিশনার মাধবী মিশ্র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পরীক্ষার পরে আবেগপ্রবণ হয়ে একে অপরের শার্টে নানা বার্তা লিখে দিচ্ছিল ছাত্রীরা।
  • অনেক ক্ষেত্রেই বন্ধুরা বিদায়ের দিনে এমন করে থাকেন।
  • বিষয়টি প্রধান শিক্ষকের নজরে পড়তেই গোল বেঁধে যায়।
Advertisement