shono
Advertisement

সিনেমায় কবি জীবনানন্দ দাশের কাহিনি, ‘ঝরা পালক’ছবিতে জুটি ব্রাত্য-জয়া, দেখুন ট্রেলার

ছবিতে তরুণ বয়সের জীবনানন্দের ভূমিকায় রয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।
Posted: 04:30 PM Dec 26, 2021Updated: 04:52 PM Dec 26, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রূপসী বাংলা’র কবি জীবনানন্দ দাশ (Jibanananda Das) এবার রুপোলি পর্দায়। কবির চরিত্রে ব্রাত্য বসু (Bratya Basu)। কবিপত্নী লাবণ্য হয়েছেন জয়া আহসান (Jaya Ahsan)। সায়ন্তন মুখোপাধ্যায় পরিচালিত ‘ঝরা পালক’ (Jhora Palok) ছবিতে জুটি বেঁধেছেন দুই তারকা। আসন্ন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ছবিটি। তার আগে প্রকাশ্যে এল অফিসিয়াল ট্রেলার। 

Advertisement

জীবনানন্দ দাশের লেখা প্রথম কাব্যগ্রন্থ ‘ঝরা পালক’। তা থেকে অনুপ্রাণিত হয়েই ছবির নামকরণ করা হয়েছে। ট্রেলার দেখে মনে হচ্ছে আর পাঁচটা বায়োপিকের মতো নয় ‘ঝরা পালক’। সিনেমাকে ক্যানভাসের মতো ব্যবহার করে কবির জীবন, তাঁর ভাবনা, দুঃখ-যন্ত্রণা, আবেগ এবং তাঁকে ঘিরে থাকা মানুষজনের কাহিনি ফুটিয়ে তুলেছেন পরিচালক। 

[আরও পড়ুন: সান্টা নয়, বড়দিনে পার্কস্ট্রিটে জামাই সেজে নজর কাড়লেন তিন যুবক, কারণ কী?]

সিনেমায় তরুণ জীবনানন্দের ভূমিকায় অভিনয় করেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)। অতীতের কিছু কাহিনি সাদা-কালোর আবহে দেখানো হয়েছে। ব্রাত্য বসু. জয়া আহসান, রাহুল ছাড়াও এ ছবিতে রয়েছেন দেবশংকর হালদার, সুপ্রিয় দত্ত, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, কৌশিক সেনের মতো দাপুটে অভিনেতা। শোনা গিয়েছে, সজনীকান্ত দাশের চরিত্রে রয়েছেন দেবশংকর। কাজী নজরুল ইসলাম ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রের ঝলকও দেখা গিয়েছে। 

শোনা গিয়েছে, ২০১৭ সালে ‘ঝরা পালক’ ছবির শুটিং শুরু হয়েছিল। কলকাতায় এসে ছবির শুটিং করেন জয়া আহসান। সেই সময় বাংলাদেশি অভিনেত্রী জানান, কবি জীবনানন্দর সঙ্গে লাবণ্যর সম্পর্কের ধূসর দিকটি সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে। ‘ঝরা পালক’ তৈরি হওয়ার পর নানা কারণে মুক্তি পিছিয়ে যায়। যার অন্যতম করোনা অতিমারী (Corona Pandemic)। শোনা গিয়েছে, নতুন বছরের ফেব্রুয়ারি মাসে সিনেমা হলে ছবিটি মুক্তি পেতে পারে। তবে তার আগে ইচ্ছে হলে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখে নিতেই পারেন ‘ঝরা পালক’।  

[আরও পড়ুন: ফতিমা সানা শেখের সঙ্গে তৃতীয় বিয়ে সেরে ফেললেন আমির! ভাইরাল ছবি ঘিরে জল্পনা তুঙ্গে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement