সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীকৃষ্ণের অনুগামীদের কাছে ঝুলন পূর্ণিমা গুরুত্বপূর্ণ উৎসব। অনেকে বাড়িতে ঝুলন উৎসব পালন করেন। জ্যোতিষ শাস্ত্রমতে বিশেষ দিনে কয়েকটি কাজই সৌভাগ্য এনে দিতে পারে। তাই ঝুলন যাত্রার দিন এই টোটকা মেনে দেখতে পারেন।
১.ঝুলন যাত্রার কটাদিন ভোরবেলা ঘুম থেকে ওঠুন। প্রথমে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নিন।
২. তার পর রাধাকৃষ্ণের মূর্তি কাঁচা দুধ, সাদা চন্দন, ঘি, মধু ও গোলাপ জল দিয়ে স্নান করান।৩. শ্রীকৃষ্ণকে হলুদ বস্ত্র এবং হলুদ ফুল দিয়ে সাজান।
[আরও পড়ুন: শ্রাবণ মাসের সোমবার এই নিয়মগুলি মানতে ভুলবেন না]
৪. শ্রীকৃষ্ণের পছন্দমতো নৈব্যেদ্য দিয়ে পুজো করুন।
৫. শ্রীবৃদ্ধি আশায় একটি তামার পাত্রে গঙ্গাজল, গঙ্গামাটি, ইন্দ্র যব দিয়ে শ্রীকৃষ্ণের অভিষেক করুন।
৬. ঝুলনের কটাদিন প্রতি সন্ধেয় গীতাপাঠ করুন।
৭. সামর্থ্য থাকলে আপনার পরিচিত কিংবা অপরিচিত কোনও শিশুকে তার পছন্দমতো খাবার খাওয়ান। উপহারও দিতে পারেন।
ঝুলন যাত্রার মাহাত্ম্য অনেক। কথিত আছে, দ্বাপর যুগে রাধাকৃষ্ণে প্রেমে রঙিন হয়ে ওঠে বৃন্দাবন ধাম। সেই রীতি মেনে ঝুলন যাত্রায় মজে ওঠেন কৃষ্ণপ্রেমীরা। সেই রীতি মেনে আজও মথুরা, নবদ্বীপ বা মায়াপুর-সহ দেশের নানা প্রান্ত ঝুলন যাত্রায় সেজে ওঠে। ঝুলন উত্সবকে কেন্দ্র করে গ্রামবাংলায় রয়েছে প্রচুর সাবেক প্রথা ও রীতি। মাটির ও প্লাস্টিকের পুতুল, কাঠের দোলনা ও গাছপালা, পুকুর দিয়ে ঝুলন সাজানোর প্রথা রয়েছে।