সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার পাশাপাশি হিন্দি সিনেমাতেও সুনাম রয়েছে যিশু সেনগুপ্তর (Jisshu Sengupta)। এখন তাঁকে নিয়মিত দেখা যায় দক্ষিণী সিনেমা। চীরঞ্জীবী, দুলকর সলমন, রামচরণের পর এবার দক্ষিণী অভিনেত্রী সামান্থার সঙ্গে এক সিনেমায় কাজ করছেন টলিউড তারকা। শেয়ার করছেন ছবির পোস্টার।
শকুন্তলা ও রাজা দুষ্মন্তের কাহিনি নিয়ে সিনেমা তৈরি করেছেন তেলুগু পরিচালক গুণশেখর। নাম দিয়েছেন ‘শকুন্তলম’। তাতেই ইন্দ্রদেবের চরিত্রে অভিনয় করছেন যিশু। আর সেই কারণেই রাজকীয় পোশাক রয়েছে তাঁর পরনে। নতুন ছবির পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা।
[আরও পড়ুন: মানুষের পাশে থাকা প্রয়োজন, নতুন রাজনৈতিক দল তৈরি করছেন হিরো আলম]
দক্ষিণী ছবিতে দীর্ঘদিন ধরে অভিনয় করছেন সামান্থা। সারা ভারতের দর্শকের কাছে তিনি প্রশংসা পান ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ (The Family Man 2) সিরিজের মাধ্যমে। বিরল রোগে আক্রান্ত অভিনেত্রী। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, মায়োসাইটিস নামের এক বিরল অটোইমিউন কন্ডিশন রয়েছে তাঁর। জানা গিয়েছে, এই ধরনের কন্ডিশনে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভাল ও সবল কোষগুলিকেই শত্রু মনে করে আক্রমণ করে বসে। ফলে নানা সমস্যা দেখা যায়। ক্লান্তভাব আসে, পেশিতেও প্রবল ব্যথা হয়।
শোনা যায়, এই ব্যথা নিয়েই ‘শকুন্তলম’ সিনেমার শুটিং করেছেন সামান্থা। ছবি প্রচুর ভিএফএক্স এফেক্ট ব্যবহার করা হয়েছে। রাজা দুষ্মন্ত হয়েছেন অভিনেতা দেব মোহন। দুর্বাসা ঋষি হয়েছেন মোহনবাবু। প্রকাশ রাজও অভিনয় করেছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। ১৪ এপ্রিল সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি।