shono
Advertisement

Breaking News

ইন্টারভিউর মাধ্যমে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করবে SBI, জেনে নিন আবেদনের খুঁটিনাটি

আগামী ৮ অক্টোবরের মধ্যে আবেদন করতে ভুলবেন না। The post ইন্টারভিউর মাধ্যমে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করবে SBI, জেনে নিন আবেদনের খুঁটিনাটি appeared first on Sangbad Pratidin.
Posted: 03:38 PM Sep 20, 2020Updated: 04:06 PM Sep 23, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মপ্রার্থীদের জন্য সুখবর। কারণ, ৯২টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আগ্রহী প্রার্থীরা অনলাইনেই আবেদন করতে পারবেন। আগামী ৮ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।

Advertisement

ডেপুটি ম্যানেজার (সিকিউরিটি)

  • শূন্যপদ: ২৮টি
  • শিক্ষাগত যোগ্যতা:স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
  • অভিজ্ঞতা:ন্যূনতম ৫ বছর সেনা/নৌসেনা/বায়ুসেনা/পুলিশ/আধা সামরিক বাহিনীতে কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
  • আবেদনকারীর বয়সসীমা:৩১ অক্টোবর, ২০২০ তারিখের ভিত্তিতে ন্যূনতম ২৫ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
  • বেতন:এই শূন্যপদে নিযুক্ত প্রার্থীরা ৩১ হাজার ৭০৫ থেকে ৪৫ হাজার ৯৫০ টাকা বেতন পাবেন।

ম্যানেজার (রিটেল প্রোডাক্টস)

  • শূন্যপদ: ৫টি
  • শিক্ষাগত যোগ্যতা:
        এমবিএ/পোস্ট গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট ডিগ্রি এবং ইনফরমেশন টেকনোলজিতে বিই/বিটেক/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক এবং কমিউনিকেশন/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সের কম্বিনেশন থাকলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
        এমবিএ/পিজিডিএম/পোস্ট গ্র্যাজুয়েশন ম্যানেজমেন্ট ডিগ্রি-সহ ফিনান্স/মার্কেটিং অথবা আইটিতে স্পেশ্যালাইজেশন থাকা প্রার্থী অগ্রগণ্য।
  • অভিজ্ঞতা:একইরকম কাজে ন্যূনতম ৪৮ মাসের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
  • আবেদনকারীর বয়সসীমা:৩১ অক্টোবর, ২০২০ তারিখের ভিত্তিতে ন্যূনতম ২৫ থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।।
  • বেতন:এই শূন্যপদে নিযুক্ত প্রার্থীরা ৩২ হাজার ২০ থেকে ৫১ হাজার ৪৯০ টাকা বেতন পাবেন।

[আরও পড়ুন: ন্যূনতম মাধ্যমিক পাশে মিলবে রাজ্য সরকারি চাকরি, সুযোগ হাতছাড়া করবেন না]

ডেটা ট্রেনার

  • শূন্যপদ: ১টি
  • শিক্ষাগত যোগ্যতা:
        বিই/কম্পিউটার সায়েন্সে বিটেক অথবা আইটি অথবা এমসিএ করা থাকলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
        আইআইটি/এনআইটি থেকে পাশ করা আবেদনকারী অগ্রগণ্য।
  • অভিজ্ঞতা:একইরকম কাজে ন্যূনতম ৭ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
  • আবেদনকারীর বয়সসীমা:৩১ অক্টোবর, ২০২০ তারিখের ভিত্তিতে ৩৮ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
  • বেতন:এই শূন্যপদে নিযুক্ত প্রার্থীরা ৪২ হাজার ২০ থেকে ৫১ হাজার ৪৯০ টাকা বেতন পাবেন।

ডেটা ট্রান্সলেটর

  • শূন্যপদ: ১টি
  • শিক্ষাগত যোগ্যতা:
        বিই/কম্পিউটার সায়েন্সে বিটেক অথবা আইটি অথবা এমসিএ করা থাকলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
        আইআইটি/এনআইটি থেকে পাশ করা আবেদনকারী অগ্রগণ্য।
  • অভিজ্ঞতা:একইরকম কাজে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
  • আবেদনকারীর বয়সসীমা:৩১ জানুয়ারি, ২০২০ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
  • বেতন:এই শূন্যপদে নিযুক্ত প্রার্থীরা ৫০ হাজার ৩০ থেকে ৫৯ হাজার ১৭০ টাকা বেতন পাবেন।

সিনিয়র কনসালট্যান্ট অ্যানালিস্ট

  • শূন্যপদ: ১টি
  • শিক্ষাগত যোগ্যতা:
        বিই/কম্পিউটার সায়েন্সে বিটেক অথবা আইটি অথবা এমসিএ করা থাকলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
        আইআইটি/এনআইটি থেকে পাশ করা আবেদনকারী অগ্রগণ্য।
  • অভিজ্ঞতা:একইরকম কাজে ন্যূনতম ১২ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
  • আবেদনকারীর বয়সসীমা:৩১ জানুয়ারি, ২০২০ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ৪৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
  • বেতন:এই শূন্যপদে নিযুক্ত প্রার্থীরা ৫৯ হাজার ১৭০ থেকে ৬৬ হাজার ৭০ টাকা বেতন পাবেন।

অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এন্টারপ্রাইস অ্যান্ড টেকনোলজি আর্কিটেকচার)

  • শূন্যপদ: ১টি
  • শিক্ষাগত যোগ্যতা:
        বিই/বিটেক অথবা এমসিএ করা থাকলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
        সিএস/আইটি ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট/পোস্ট গ্র্যাজুয়েট আবেদনকারীরা অগ্রগণ্য।
        এমবিএ করা প্রার্থীদেরও আগে সুযোগ দেওয়া হবে।
  • অভিজ্ঞতা:একইরকম কাজে ন্যূনতম ১৪ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
  • আবেদনকারীর বয়সসীমা:৩১ জানুয়ারি, ২০২০ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ৪৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
  • বেতন:এই শূন্যপদে নিযুক্ত প্রার্থীরা ৫৯ হাজার ১৭০ থেকে ৬৬ হাজার ৭০ টাকা বেতন পাবেন।

[আরও পড়ুন: মিলতে পারে ৪০ হাজার টাকা বেতনের রাজ্য সরকারি চাকরির সুযোগ, রইল আবেদনের খুঁটিনাটি]

The post ইন্টারভিউর মাধ্যমে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করবে SBI, জেনে নিন আবেদনের খুঁটিনাটি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement