সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কী উচ্চমাধ্যমিক পাশ? প্রতিযোগিতার বাজারে চাকরির আশা ছেড়ে দিয়েছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমের আওতায় গ্রাম রোজগার সহায়ক (Gram Rojgar Sahayak) পদে কর্মী নিয়োগ করা হবে। মুর্শিদাবাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ওই কর্মীদের নিয়োগ করা হবে। আপাতত এক বছররে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। তবে দক্ষতার ভিত্তিতে বাড়তে পারে চুক্তির মেয়াদ। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে। তার আগে জেনে নিন চাকরি সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
গ্রাম রোজগার সহায়ক
শূন্যপদ: ৫টি
শিক্ষাগত যোগ্যতা:
১. পদার্থবিদ্যা এবং অঙ্ক-সহ ৫৫ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
২. কম্পিউটার অ্যাপ্লিকেশনে কমপক্ষে ৬ মাসের কোর্স পাশ হতে হবে।
৩. প্রার্থীকে অবশ্যই মুর্শিদাবাদের সুতি-১ গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা এবং ভোটার হতে হবে।
আবেদনকারীর বয়সসীমা:
২৯ নভেম্বর, ২০২০ তারিখের নিরিখে ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ১২ হাজার টাকা বেতন পাবেন।
[আরও পড়ুন: সাড়ে ৮ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করবে SBI, স্নাতক হলেই মিলতে পারে সুযোগ]
প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া:
উচ্চমাধ্যমিক, কম্পিউটার ভিত্তিতে পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে।
আবেদনের পদ্ধতি:
আগ্রহী প্রার্থীকে তাদের আবেদনপত্র নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে। খামের উপর অবশ্যই লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ গ্রাম রোজগার সহায়ক।
ঠিকানাটি হল:
দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সুতি-১ ডেভেলপমেন্ট ব্লক, গ্রাম+পোঃ-আহিরণ, থানা: সুতি, জেলা: মুর্শিদাবাদ, পিন: ৭৪২২২৩।
আবেদনপত্র পাঠানোর শেষ দিন:
আগামী ১৫ ডিসেম্বর বিকেল পাঁচটার মধ্যে আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে।
আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য www.murshidabad.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।