সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি সরকারি চাকরির খোঁজ করছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, প্রচুর সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি। আপাতত চুক্তি ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে ভুলবেন না।
শূন্যপদ:
পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর, খেঁজুরি, কাঁথি, ভগবানপুর এবং রামনগর ব্লকে একজন করে আশা কর্মী নিয়োগ করা হবে।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
১. এই শূন্যপদে আবেদন করতে গেলে সমাজবিজ্ঞান/ সোশিওলজি/ সোশ্যাল অ্যানথ্রোপলজি/ সোশ্যাল ওয়ার্ক(এমএসডব্লিউ)/ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)/ অর্থনীতি/ রুরাল ডেভেলপমেন্ট/ মাস কমিউনিকেশনে মাস্টার্স ডিগ্রি থাকা প্রয়োজন।
অথবা
যেকোনও স্বাস্থ্য প্রকল্পে ২ বছরের স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
২. এম এস অফিস সম্পর্কে আবেদনকারীর জ্ঞান থাকা বাঞ্ছনীয়।
৩. যদি কোনও আবেদনকারীর আশা প্রকল্পে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকে তবে তাঁকে অগ্রাধিকার দেওয়া হবে।
৪. যে এলাকার জন্য আবেদন করছেন সেই ব্লকের বাসিন্দা হতে হবে।
আবেদনকারীর বয়স:
১ জানুয়ারি, ২০১৯ তারিখের হিসাবে আবেদনকারীকে সর্বোচ্চ ৪০ বছর বয়সি হতে হবে। তফশিলি জাতি (এসসি) এবং তফশিলি উপজাতি (এসটি) প্রার্থীরা নির্দিষ্ট নিয়মানুযায়ী ৫ বছর বয়সে ছাড় পাবেন। অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর ছাড় পাবেন।
[আরও পড়ুন: প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের, জেনে নিন আবেদনের খুঁটিনাটি]
আবেদনের পদ্ধতি:
এই ওয়েবসাইটে www.purbamedinipur.gov.in আবেদনের জন্য ফর্ম পাওয়া যাবে। ওই ফর্ম ডাউনলোড করে পূরণ করার পর শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রমাণাদি-সহ মহকুমাশাসকের দপ্তরে পাঠাতে হবে। আগামী ১১ ডিসেম্বরের মধ্যে আগ্রহীরা আবেদন করতে পারবেন।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
লিখিত পরীক্ষা এবং অন্যান্য বিভিন্ন পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এই শূন্যপদে কর্মী বাছাই করা হবে।
বেতন:
এই শূন্যপদে নির্বাচিত প্রার্থী প্রতি মাসে ৭ হাজার ৫০০ টাকা বেতন হিসাবে পাবেন।
The post আশা প্রকল্পে প্রচুর কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি appeared first on Sangbad Pratidin.