shono
Advertisement

স্নাতক হলেই মিলতে পারে ফুড কর্পোরেশনে চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি

কর্মপ্রার্থীদের জন্য সুখবর৷ The post স্নাতক হলেই মিলতে পারে ফুড কর্পোরেশনে চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি appeared first on Sangbad Pratidin.
Posted: 04:29 PM Feb 25, 2019Updated: 06:29 PM Feb 25, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্নাতকদের জন্য সুখবর৷ কারণ ৪১০৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (এফসিআই)৷ www.fci.gov.in এই ওয়েবসাইটে অনলাইনেই করা যাবে আবেদন৷ আগামী ২৮ ফেব্রুয়ারি থেকেই আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন৷ আবেদনের শেষ দিন ২৫ মার্চ, ২০১৯৷

Advertisement

অ্যাসিস্ট্যান্ট গ্রেড-৩(জেনারেল)
শূন্যপদ: ৭৫৭টি
শিক্ষাগত যোগ্যতা: যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হলেই এই শূন্যপদে আবেদন করা যাবে৷
আবেদনকারীর বয়সসীমা: ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছর বয়সিরা আবেদন করতে পারেন৷
বেতন: এই শূন্যপদে নির্বাচিত প্রার্থীরা ৯ হাজার ৩০০ টাকা থেকে ২২ হাজার ৯৪০ টাকা বেতন পাবেন৷

অ্যাসিস্ট্যান্ট গ্রেড-৩(কমার্স)
শূন্যপদ: ৫০৯টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোন বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক হলেই এই শূন্যপদে আবেদন করা যাবে৷
আবেদনকারীর বয়সসীমা: ন্যূনতম ১৮ থেকে ২৭ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারবেন৷
বেতন: নির্বাচিত প্রার্থীরা ৯৩০০ টাকা থেকে ২২ হাজার ৯৪০ টাকা বেতন পাবেন৷

[ক্লার্ক পদে রাজ্যে প্রচুর কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন]

অ্যাসিস্ট্যান্ট গ্রেড-৩(টেকনিক্যাল)
শূন্যপদ: ৭২০টি
শিক্ষাগত যোগ্যতা: কৃষি/বটানি/জুলজি/বায়ো-টেকনোলজি/বায়ো-কেমিস্ট্রি/মাইক্রোবায়োলজি/ফুড সায়েন্সে স্নাতক হলেও এই শূন্যপদে আবেদন করা যাবে৷
আবেদনকারীর বয়সসীমা: আবেদনকারীর বয়স অবশ্যই ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছর হতে হবে৷
বেতন: নির্বাচিত প্রার্থীরা ৯৩০০টাকা থেকে ২২,৯৪০টাকা পাবেন৷

অ্যাসিস্ট্যান্ট গ্রেড-৩(ডিপো)
শূন্যপদ: ১৭৭১টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক হলেই এই শূন্যপদে আবেদন করা যাবে৷
আবেদনকারীর বয়সসীমা: ন্যূনতম ১৮ থেকে ২৭ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারবেন৷
বেতন: ৯ হাজার ৩০০ টাকা থেকে সর্বোচ্চ ২২ হাজার ৯৪০ টাকা পাবেন নির্বাচিত প্রার্থীরা৷

জুনিয়র ইঞ্জিনিয়ার(সিভিল ইঞ্জিনিয়ারিং)
শূন্যপদ: ১১৪টি
শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অথবা ১ বছরের ডিপ্লোমা করা থাকলে এই শূন্যপদে আবেদন করা যাবে
আবেদনকারীর বয়স: ন্যূনতম ১৮ থেকে ১ জানুয়ারি ২০১৯ তারিখের হিসাবে সর্বোচ্চ ২৮ বছর বয়সিরা আবেদনের যোগ্য৷
বেতন: ১১ হাজার ১০০ থেকে ২৯ হাজার ৯৫০ টাকা বেতন পাবেন নির্বাচিত প্রার্থীরা৷

[চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ]

জুনিয়র ইঞ্জিনিয়ার(ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং)
শূন্যপদ: ৭২টি
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অথবা ডিগ্রি করা থাকলে এই শূন্যপদে আবেদন করা যাবে৷
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ২৮ বছর বয়সিরা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন৷
বেতন: এই শূন্যপদে নির্বাচিতরা ১১ হাজার ১০০ টাকা থেকে ২৯ হাজার ৯৫০ টাকা পর্যন্ত বেতন পাবেন৷

স্টেনো গ্রেড-২

শূন্যপদ: ৭৬টি
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিগ্রি থাকলে এই শূন্যপদে আবেদন করা যাবে৷ এছাড়াও মিনিটে ৪০টি শব্দ টাইপিং করা যোগ্যতা থাকা বাঞ্ছনীয়৷
আবেদনকারীর সময়সীমা: ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ২৫ বছর বয়সিরা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন৷
বেতন: নির্বাচিত প্রার্থীরা বেতন হিসাবে ৯ হাজার ৯০০ টাকা থেকে ২৫ হাজার ৫৩০ টাকা পাবেন৷

[স্টাফ সিলেকশন কমিশনে কর্মখালি, আবেদন করতে পারেন ডিপ্লমা ইঞ্জিনিয়ররা]

অ্যাসিস্ট্যান্ট গ্রেড-২(হিন্দি)
শূন্যপদ: ৪৫টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোন বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি ভাষায় স্নাতক হলেই এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে৷
আবেদনকারীকে অবশ্যই ইংরাজিতেও সাবলীল হতে হবে৷
অভিজ্ঞতা: যেকোন জায়গায় ইংরাজি থেকে হিন্দিতে অনুবাদক হিসাবে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷
আবেদনকারীর বয়সসীমা: ন্যূনতম ১৮ থেকে ২৮ বছর বয়সিরা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন৷
বেতন: নির্বাচিত প্রার্থীরা ৯ হাজার ৯০০ টাকা থেকে ২৫ হাজার ৫৩০ টাকা বেতন পাবেন৷

টাইপিস্ট(হিন্দি)
শূন্যপদ: ৩৯টি
শিক্ষাগত যোগ্যতা: এই শূন্যপদে আবেদনকারীকে অবশ্যই স্নাতক হতেই হবে৷ এছাড়াও হিন্দি ভাষায় মিনিটে ৩০টি শব্দ টাইপ করার ক্ষমতা থাকা বাঞ্ছনীয়৷
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ১৮ থেকে ২৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন৷
বেতন: নির্বাচিত প্রার্থীরা ৯ হাজার ৩০০ টাকা থেকে ২২ হাজার ৯৪০ টাকা বেতন পাবেন৷

[ইন্টারভিউয়ের মাধ্যমে কেন্দ্রীয় বিদ্যালয়ে প্রচুর কর্মী নিয়োগ]

আবেদনের পদ্ধতি:
www.fci.gov.in এই ওয়েবসাইটে অনলাইনেই করা যাবে আবেদন৷ আগামী ২৮ ফেব্রুয়ারি থেকেই আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন৷ আবেদনের শেষ দিন ২৫ মার্চ, ২০১৯৷ আবেদনের ফি হিসাবে প্রার্থীদের ব্যাংকে ৫০০ টাকা জমা দিতে হবে৷

প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
অনলাইনে প্রথমে একটি পরীক্ষা নেওয়া হবে৷ ওই পরীক্ষায় পাশ করলেই তবে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে৷ তারপরই চূড়ান্ত প্রার্থী তালিকায় প্রকাশিত হবে৷

The post স্নাতক হলেই মিলতে পারে ফুড কর্পোরেশনে চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement