সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রইল সুখবর। কারণ, রাজ্য প্রাণী এবং মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইয়ং প্রফেশনাল ২, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর এবং অ্যাটেনডেন্ট। আপাতত চুক্তি ভিত্তিতে এই বিভাগগুলিতে কর্মী নিয়োগ করা হবে। আগামী ২৬ নভেম্বরের মধ্যে আবেদন করা যাবে। ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের মধ্যে থেকে উপযুক্তদের বাছাই করা হবে।
অ্যাটেনডেন্ট
শূন্যপদ: ৬টি
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
বেতন: এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী প্রতি মাসে ১০ হাজার টাকা করে বেতন পাবেন।
ডেটা এন্ট্রি অপারেটর
শূন্যপদ: ১টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে। এছাড়াও আবেদনকারীর কম্পিউটারে জ্ঞান থাকাও প্রয়োজন।
বেতন: প্রতি মাসে এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী মাসে ১৮ হাজার টাকা বেতন পাবেন।
ইয়ং প্রফেশনাল ২
শূন্যপদ: ৫টি
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞানে মাস্টার্স হলেই এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
অভিজ্ঞতা: এই শূন্যপদে আবেদনের জন্য একই পদে কাজের ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
বেতন: এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী প্রতি মাসে ২৫ হাজার টাকা বেতন পাবেন।
প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ: ২টি
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞানে মাস্টার্স বা B.V.Sc কিংবা A.H. ডিগ্রি থাকলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
বেতন: প্রতি মাসে এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী ২২ হাজার টাকা বেতন পাবেন।
[আরও পড়ুন: WBCS পরীক্ষায় বসবেন? জেনে নিন আবেদনের খুঁটিনাটি]
নিয়োগের পদ্ধতি: শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদে কর্মী নিয়োগ করা হবে। আগামী ২৬ নভেম্বর সকাল সাড়ে দশটা থেকেই নেওয়া হবে ইন্টারভিউ। ডিরেক্টরেট অফ রিসার্চ এক্সটেনশন অ্যান্ড ফার্মস (ফারমার্স হস্টেল, বেলগাছিয়া, কলকাতা-৭০০০৩৭) এই ঠিকানাতেই ইচ্ছুক প্রার্থীকে সরাসরি ইন্টারভিউ দিতে যেতে হবে। সঙ্গে অবশ্যই আপনার বায়োডেটা, শিক্ষাগত যোগ্যতার নথিপত্র, বয়সের প্রমাণপত্র এবং অভিজ্ঞতার শংসাপত্রও প্রয়োজনীয়। এছাড়াও এই চাকরি সংক্রান্ত নানা তথ্যের জন্য //wbuafscl.ac.in এই ওয়েবসাইটে নজর রাখতেই হবে।
The post লিখিত পরীক্ষা ছাড়াই মিলবে ডেটা এন্ট্রি অপারেটরের চাকরি, জেনে নিন আবেদনের খুঁটিনাটি appeared first on Sangbad Pratidin.