সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জি-২০ সম্মেলনে যোগ দিতে দিল্লি পৌঁছলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার সন্ধ্যেয় দিল্লি বিমানবন্দরে নামে ‘এয়ারফোর্স ওয়ান’। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভিকে সিং।
রাজধানীর প্রগতি ময়দানের ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে জি-২০ সম্মেলন শুরু হবে শনিবার। তার আগেই আজ রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বাইডেন। প্রধানমন্ত্রীর ৭ লোককল্যাণ মার্গের বাসভবনে যোগ দেবেন নৈশভোজে। আগামী দু’দিন দিল্লির আইটিসি মৌর্য শেরাটনে বিশেষ প্রেসিডেন্সিয়াল স্যুটে থাকবেন বাইডেন। তাঁর প্রতিনিধি দলের জন্য হোটেলের প্রায় ৪০০টি ঘর ভাড়া নেওয়া হয়েছে।
৯ ও ১০ সেপ্টেম্বর জি-২০ সম্মেলনকে কেন্দ্র করে কার্যত চাঁদের হাট বসতে চলেছে। ইতিমধ্যে রাজধানীতে পৌঁছে গিয়েছেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ অন্যান্যরাও।তবে বিশ্বের নজর রয়েছে মোদি-বাইডেন দ্বিপাক্ষিক বৈঠকের দিকে। ইউক্রেন যুদ্ধ, চিনা আগ্রাসন থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হবে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বলে খবর।
আজই এদিন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানিয়েছেন, বাইডেন-মোদি আলোচনায় প্রাধান্য পাবে প্রিডেটর ড্রোন, ফাইটার জেট ইঞ্জিন, 5G/6G প্রযুক্তির মতো বিষয়। এছাড়া, শান্তিপূর্ণ ভাবে পরমাণু শক্তি ব্যবহার সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে প্রযুক্তি হস্তান্তরের বিষয়গুলিও উঠে আসবে আলোচনায়। তবে আরব বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনে ভারতের সঙ্গে বড় রেলপথ প্রকল্পের জল্পনা নিয়ে মুখ খোলেননি তিনি।