সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়াদিল্লিতে আয়োজিত জি-২০ সম্মেলনে স্বাক্ষরিত হয়েছিল ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ বাণিজ্য করিডরের চুক্তি। আর এই চুক্তিই নাকি জঙ্গি গোষ্ঠী হামাসের ইজরায়েলে হামলা চালানোর অন্যতম কারণ! এমনই বিস্ফোরক দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। উল্লেখ্য, গত এক সপ্তাহে এই নিয়ে এমন দাবি তিনি দ্বিতীয়বার করলেন।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরেই প্রথমবার জি-২০ সম্মেলনের (G20) আয়োজন করেছিল ভারত (India)। আর সেই সম্মেলনেই এই চুক্তি হয়েছিল। ওই চুক্তিকেই হামাসের হামলার অন্যতম কারণ হিসেবে দাবি করেও মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য, ”আমার কাছে এই সংক্রান্ত কোনও প্রমাণ নেই। কিন্তু অভিজ্ঞতার দিক থেকে আমার এমনটাই মনে হচ্ছে।” সেই সঙ্গে তিনি জোর দেন, এই কারণে হামলা হলেও ওই করিডরের কাজ কোনওভাবে অসম্পূর্ণ রাখা হবে না। কয়েকদিন আগে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ আমেরিকায় গেলে তাঁর সঙ্গে বৈঠক করেন বাইডেন। সেই বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনেও এই একই দাবি করতে দেখা গিয়েছিল তাঁকে। যেকথা একবার ফের বললেন তিনি।
[আরও পড়ুন: হামাস সমর্থনকারী! রাষ্ট্রসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠক বাতিল ইজরায়েলের বিদেশমন্ত্রীর]
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইজরায়েলের বুকে হামাসের (Hamas) হামলার পর সমবেদনা জানিয়ে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) লিখেছিলেন, ‘ইজরায়েলে হওয়া জঙ্গি হামলায় অত্যন্ত মর্মাহত। নিরীহ, আক্রান্ত ও তাঁদের পরিবারের পাশে রয়েছে আমাদের প্রার্থনা ও কামনা। এই কঠিন সময়ে আমরা ইজরায়েলের পাশে দাঁড়াচ্ছি।’ ভারতের এই সমর্থনে আপ্লুত হয়ে ইজরায়েলের পক্ষ থেকেও জানানো হয়েছিল, ‘থ্যাঙ্ক ইউ ইন্ডিয়া’। বলে রাখা ভালো, এর আগে হামাসকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ঘোষণা করেছে আমেরিকা, কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন।