সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যাভিষেকের পর এই প্রথমবার রাজা তৃতীয় চার্লসের (King Charles III) সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের (Rishi Sunak) সঙ্গেও বৈঠকে বসবেন তিনি। আগামী সপ্তাহেই ইংল্যান্ড সফরে আসবেন মার্কিন প্রেসিডেন্ট। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করে তুলতেই এই সফর, এমনটাই জানানো হয়েছে হোয়াইট হাউসের তরফে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই মার্কিন সফরে গিয়েছিলেন ঋষি সুনাকও।
জানা গিয়েছে, ৯ জুলাই ব্রিটেনে পৌঁছবেন মার্কিন প্রেসিডেন্ট। তার পরের দিনই উইন্ডসর কাসলে গিয়ে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন তিনি। প্রসঙ্গত, ব্রিটিশ রাজার অভিষেকের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন জো বাইডেন (Joe Biden)। কিন্তু সেই অনুষ্ঠানে আসেননি তিনি। আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেন অবশ্য অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তাই রাজা হওয়ার পর এই প্রথমবার ব্রিটিশ সাংবিধানিক প্রধানের সঙ্গে দেখা হবে মার্কিন রাষ্ট্রপ্রধানের। প্রসঙ্গত, রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে হাজির ছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
[আরও পড়ুন: ভোটের চারদিন আগে ফের মৃত্যু, বোমা বাঁধার সময় বিস্ফোরণে প্রাণ গেল যুবকের]
রাজার সঙ্গে সাক্ষাতের পরেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বাইডেন। চলতি বছরেই শুরুর দিকে হোয়াইট হাউসে দুই দেশের রাষ্ট্রপ্রধানের বৈঠক হয়েছিল। সেখানেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুবিধা-অসুবিধা নিয়ে কথাও হয় তাঁদের মধ্যে। তবে ব্রিটেন সফরে দুই নেতার মধ্যে কী নিয়ে আলোচনা হবে তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।
তবে বিশেষজ্ঞদের মতে, সুইডেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়া নিয়ে আলোচনা হতে পারে দুই দেশের মধ্যে। বেশ কয়েকদিন আগেই ফিনল্যান্ডকে ন্যাটোর সদস্যপদ দেওয়া হয়েছে। কিন্তু একই সময়ে আবেদন করলেও এখনও সুইডেনকে সদস্য পদ দেওয়া হয়নি। তার কারণ, সুইডেনকে সদস্যপদ দেওয়া নিয়ে আপত্তি ছিল তুরস্কের। সেই জটিলতা কাটানোর আলোচনা হতে পারে ন্যাটোর দুই শক্তিশালী দেশের মধ্যে।