shono
Advertisement

দেশত্যাগের নিষ্ঠুরতার শিকার ক্রন্দনরত শিশু, এই ছবিই পেল সেরার খেতাব

বিশ্ব সংবাদমাধ্যমের চিত্রগ্রাহকদের মধ্যে সেরা জন মুর৷ The post দেশত্যাগের নিষ্ঠুরতার শিকার ক্রন্দনরত শিশু, এই ছবিই পেল সেরার খেতাব appeared first on Sangbad Pratidin.
Posted: 07:37 PM Apr 12, 2019Updated: 07:42 PM Apr 12, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রশাসন৷ তাতে কী? দেশত্যাগের মতো কঠোর বাস্তব তো আর থেমে থাকছে না৷ তাই মেক্সিকো সীমান্ত দিয়ে শরণার্থী  অনুপ্রবেশ চলছেই৷ আর সেখানেই ধরা পড়ল এক করুণ চিত্র৷ সেই ছবি তুলেই আন্তর্জাতিক মঞ্চে সেরার তকমা জিতে নিলেন চিত্র সাংবাদিক জন মুর৷ শরণার্থী সমস্যা যে কতটা প্রকট, তা আরও একবার সামনে এল৷

Advertisement

                                                        [ আরও পড়ুন: পাকিস্তানের কোয়েট্টাতে বিস্ফোরণ, মৃত কমপক্ষে ১৬]

হন্ডুরাস থেকে আমেরিকা-মেক্সিকো সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় মাকে হারিয়ে দিশেহারা শিশু পুলিশের কাছে কান্নাকাটি করছে৷ মাকে খুঁজে দেওয়ার আবদার, অভুক্ত অবস্থায় কিছু খাবার চাওয়ার প্রার্থনা করছে৷ হন্ডুরাসের বাসিন্দা সান্ড্রা স্যাঞ্চেস এবং তার ছোট মেয়ে ইয়ানেলা বেআইনিভাবে ঢুকে পড়ে মেক্সিকো সীমান্ত দিয়ে৷ তারপরই নিরাপত্তারক্ষীদের অভিযানে মা, সন্তান ছিটকে পড়ে দু’দিকে৷ ছোট্ট ইয়ানেলা ঢুকে পড়ে মার্কিন সীমান্তে৷ কিন্তু ততদিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শরণার্থী প্রবেশে ‘না’ বলে দিয়েছেন৷ কাজেই সীমান্তের প্রহরীদেরও কিছুই করার নেই৷ ইয়ানেলাকে শনাক্ত করার পর মার্কিন পুলিশ জানিয়েছে, এরা ঠিক সেই ধরনের শরণার্থী নয়, যাদের সাহায্য করার মতো নয়৷ তাই ছোট্ট মেয়ের শত কাকুতি-মিনতিতেও মন গলেনি নিরাপত্তারক্ষীদের৷

                                                        [ আরও পড়ুন: অসাধ্য সাধন, প্রথমবার ক্যামেরায় ধরা পড়ল কৃষ্ণগহ্বরের ছবি]

সেদিনের সেই করুণ ছবি তুলে রেখেছিলেন জন মুর নামে এক ফটোগ্রাফার৷ রাতে মেক্সিকো সীমান্তের রিও গ্রান্দেতে দাঁড়িয়ে ছবিটি ফ্রেমবন্দি করেন বছর একান্নর মুর৷ সেসময় সেখানে শরণার্থীদের ভিড়৷ তার মধ্যে থেকে কচি মেয়েটির কান্নাই মুরের হৃদয় তোলপাড় করেছিল৷ বেশি সময় না নিয়ে এক ক্লিকে তুলে নিয়েছিলেন তিনি৷ পুরস্কৃত হয়ে তাঁর খুব সংক্ষিপ্ত প্রতিক্রিয়া – ‘আমি ওর চোখে,মুখে ভয় দেখতে পেয়েছিলাম৷ আর ক্যামেরার চোখ দিয়ে সেটাই দেখাতে চেয়েছি আমি৷’ ছবিটা তোলার পর নাকি মুর নিজেই নাকি বেদনায় ভেঙে পড়েছিলেন৷ চাইছিলেন, সান্ড্রার হাতে তাঁর ছোট্ট মেয়েকে তুলে দিতে৷  

বৃহস্পতিবার নেদারল্যান্ডসের আমস্টারডামে পুরস্কার প্রদান অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে মুর বলেন, ‘সেদিন আমার চোখে মানবতা ধরা পড়েছিল অন্যভাবে৷ ছবির মধ্যে দিয়ে আমি সেই ভিন্ন ব্যাপারটাই বিশ্বের দরবারে তুলে ধরতে চেয়েছি৷’ মুরের মতে, শরণার্থী সমস্যা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেরই নয়৷ সারা বিশ্বের সমস্যা৷ তবে উপর থেকে যা যা দেখা যাচ্ছে, তার গভীরেও অনেক কিছু রয়ে গিয়েছে৷ ক্যামেরার চোখ দিয়ে সেটাই দেখতে চান জন মুর৷  

The post দেশত্যাগের নিষ্ঠুরতার শিকার ক্রন্দনরত শিশু, এই ছবিই পেল সেরার খেতাব appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement