সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরা আইপিএলের মধ্যে নামই বদলে ফেললেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জস বাটলার।
জীবনভর তাঁকে ভুল উচ্চারণে ডাকা হত। আর সেই কারণেই ১ এপ্রিল Jos Buttler থেকে ইংল্যান্ডের তারকা ক্রিকেটার হয়ে গেলেন Josh Buttler।
[আরও পড়ুন: আইপিএলের মাঝেই ১০ দলের মালিকদের ডেকে পাঠাল বোর্ড, বদলে যাবে মেগা ইভেন্টের নিয়ম?]
তবে অনেকেই একে এপ্রিল ফুল বলে মনে করছেন। ইংল্যান্ড ক্রিকেটের তরফ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে বাটলার বলছেন, ''হাই, ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক Jos Buttler। কিন্তু আজীবন আমার নাম ভুল ভাবে ডাকা হল। পথচলতি মানুষ, বার্থডে কার্ডে আমার মা পর্যন্ত ভুল নাম লিখেছেন, এমনকী আমার এমবিএ ডিগ্রিতেও আমার নাম ভুল লেখা হয়েছে। ১৩ বছর ধরে দেশকে প্রতিনিধিত্ব করছি আমি। দুবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছি। এবার পাকাপাকি ভাবে সমস্যার সমাধান করার সময় এসেছে। আজ থেকে পাকাপাকি ভাবে আমি Josh Buttler।''
ভিডিওটির শেষে প্রোডিউসার বাটলারকে jos বলে ডেকে ওঠেন। আর তার ফলে বাটলার হতাশায় ছুড়ে ফেলে দেন তাঁর পেন। দেখা গেল, নাম বদল করে ফেললেও সেই সমস্যার সমাধান আর হল না।