স্টাফ রিপোর্টার: প্রতিরক্ষা বিষয়ক সাংবাদিকতার কর্মশালায় অংশগ্রহণ করলেন কলকাতার সাংবাদিকরা। জেনে নিলেন দেশের সুরক্ষা এবং আন্তর্জাতিক সম্পর্ক সংক্রান্ত নানা খুঁটিনাটি তথ্য।
সোমবার থেকে কলকাতা প্রেস ক্লাব আয়োজিত শহরে তিনদিনের এই কর্মশালায় যোগ দেন ৪০ জন সাংবাদিক। এদিন ফোর্ট উইলিয়ামে ‘ডিফেন্স করেসপনডেন্টস ওয়ার্কশপ’-এর উদ্বোধন করেন ইস্টার্ন কম্যান্ডের চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আর সি শ্রীকান্ত। উপস্থিত ছিলেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর ও অন্য কর্মকর্তারা। প্রতিরক্ষা সংক্রান্ত সাংবাদিকতা নিয়ে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ পরামর্শ দেন চিফ অফ স্টাফ।
[আরও পড়ুন: বিজেপির টিকিটে জয়ের ‘শাস্তি’! চাকরি গেল পঞ্চায়েত সদস্যার স্বামীর, পালটা তোপ তৃণমূলের]
কীভাবে সেনা, বায়ুসেনা এবং নৌসেনা সংক্রান্ত সংবাদ পরিবেশন করা বাঞ্ছনীয়, কর্মশালায় তা সাংবাদিকদের জানানো হয়। এদিন মূলত সেনাবাহিনী সংক্রান্ত সাংবাদিকতার বিষয় নিয়েই প্রশিক্ষণ দেওয়া হয়। মঙ্গলবার ও বুধবার নৌসেনা ও বায়ুসেনা সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে জানা গিয়েছে। প্রতিরক্ষা সংক্রান্ত নানা বিষয়ে গভীর তথ্য পেয়ে সম্বৃদ্ধ হলেন সাংবাদিকরাও।