বিধান নস্কর, দমদম: ৫ লক্ষ টাকা লোন নিয়ে শোধ করতে পারছিলেন না। শুক্রবার বান্ধবীকে ফোনে সেকথা জানিয়েছিলেন তিনি। ফোনে কথা বলার পরই বহুতলের নিচ থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। সল্টলেক সেক্টর ফাইভে পরিবেশ চট্টোপাধ্যায় নামে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় নয়া তথ্য পেল পুলিশ।
পুলিশ সূত্রে খবর, পরিবেশ চট্টোপাধ্যায়, মুকুন্দপুরের বাসিন্দা। এক বেসরকারি সংস্থায় কাজ করতেন। শুক্রবার সন্ধেয় সল্টলেক সেক্টর ফাইভের এক বহুতলের ৬ তলা থেকে ওই যুবক ঝাঁপ দিয়েছেন বলেই খবর। তাঁর রক্তাক্ত দেহ দেখে শোরগোল পড়ে যায়। সন্ধ্যার পর দেহ উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার সকালে সেখান থেকে আর জি কর হাসপাতালে দেহ পাঠানোর কথা ছিল। কীভাবে মৃত্যু হল যুবকের, তা ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার পরই জানা যাবে বলেই খবর।
যুবকের দেহ উদ্ধারের পরই পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। তদন্তকারীরা যুবকের সহকর্মী এবং তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন। তাতেই তদন্তকারীরা জানতে পারেন, ৫ লক্ষ টাকা ধার নিয়েছিলেন পরিবেশ। তারপর থেকে আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে পড়েন। ধার শোধ করতে পারছিলেন না তিনি। তার জেরে মানসিক অবসাদে ভুগছিলেন। শুক্রবার সন্ধেয় বান্ধবীকে আর্থিক সমস্যার কথাও বলেন যুবক। আর তার কিছুক্ষণের মধ্যেই চরম সিদ্ধান্ত। কী কারণে ৫ লক্ষ টাকা ধার নিয়েছিলেন পরিবেশ, তা এখনও স্পষ্ট নয়। বান্ধবীর সঙ্গে ফোনে ঠিক কী কথা হয়েছিল, তা নিয়েও রহস্য দানা বেঁধেছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।