shono
Advertisement

Breaking News

কাশ্মীরে নিহত জঙ্গির স্মরণসভা পাকিস্তানে, হাজির হাফিজ সইদ

পাকিস্তানের ৩১টি শহরে মান্নানের স্মরণসভার আয়োজন করা হয়৷ The post কাশ্মীরে নিহত জঙ্গির স্মরণসভা পাকিস্তানে, হাজির হাফিজ সইদ appeared first on Sangbad Pratidin.
Posted: 08:58 PM Oct 22, 2018Updated: 08:58 PM Oct 22, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিজবুল কমান্ডর বুরহান ওয়ানির মৃত্যু পর ঠিক যে চিত্র দেখা গিয়েছিল, সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল জঙ্গি মান্নান ওয়ানির মৃত্যুর পরও৷ জঙ্গি বুরহানকে শহিদ আখ্যা দিয়ে তার আত্মার শান্তি কামনা করেছিল জঙ্গি সংগঠন জামাত-উল-দাওয়া প্রধান হাফিজ সইদ৷ এবারও মৃত জঙ্গি মান্নানের স্মরণসভার আয়োজন করল মুম্বই হামলার এই মূলচক্রী৷ নিজ উপস্থিত থেকে সেই স্মরণসভায় মান্নান ওয়ানিকেও কার্যত শহিদের মর্যাদা দিল হাফিজ সইদ৷

Advertisement

[আরও আক্রমণাত্মক ট্রাম্প, সাংবাদিকের মৃত্যুতে প্রবল চাপে সৌদি আরব]

কয়েকদিন আগেই জঙ্গি মান্নান ওয়ানিকে কাশ্মীরে খতম করেন ভারতীয় জওয়ানরা৷ অভিযোগ, উপত্যকায় নাশকতার ছক কষছিল আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই পিএইচডি পড়ুয়া৷ গত বৃহস্পতিবার এই জঙ্গির শোকসভার আয়োজন করে বিতর্কে জড়ায় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়৷ অভিযোগ, জঙ্গির স্মরণসভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন পড়ুয়া। ক্যাম্পাসের মধ্যেই ওঠে ভারত বিরোধী স্লোগান৷সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও ফুটেজ৷ অভিযোগের আঙুল ওঠে বিশ্ববিদ্যালয়ের দুই পিএইচডি ছাত্র ওয়াসিম আয়ুব মালিক ও আবদুল মিরের বিরুদ্ধে৷ অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ১২৪এ, ১৫৩-এ ও ১৫৩-বি ধারায় মামলা রুজু করেছে উত্তরপ্রদেশ পুলিশ৷ জানা গিয়েছে, জঙ্গি সংগঠন জামাত-উল-দাওয়ার নেতৃত্বে পাকিস্তানের ৩১টি শহরে মান্নানের স্মরণসভার আয়োজন করা হয়৷ সেখানে ভিড় জমায় অসংখ্য মানুষ৷ সূত্রের খবর, এমনই একটি সভায় উপস্থিত ছিলেন জঙ্গি হাফিজ সইদ৷ সেখানে, ভারতের বিরুদ্ধে বিষোদগার করেন এই জঙ্গি নেতা৷ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তৃতা দিতে শোনা যায় জঙ্গি নেতাকে৷ ওঠে ভারত-বিরোধী স্লোগান৷ সইদের সেই উস্কানিমূলক বার্তার ভিডিও প্রকাশ করেছে জামাত-উল-দাওয়া৷

[ঐতিহাসিক রুশ-মার্কিন পরমাণু অস্ত্র চুক্তি বাতিল, ঘোষণা ট্রাম্পের]

সন্ত্রাস ইস্যুতে পাকিস্তান যে সরাসরি জড়িত, সেকথা একাধিকবার আন্তর্জাতিক মঞ্চে জানিয়ে এসেছে ভারত। শুধু তাই নয়, পাকিস্তান যে প্রত্যক্ষভাবে জড়িত, তার তথ্যপ্রমাণও পেশ করেছে নয়াদিল্লি। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স-সহ ইউরোপের অন্যান্য দেশ সুর চড়ালেও বারবার ইসলামাবাদ তা খারিজ করে এসেছে৷ তাঁদের পড়তে হয়েছে মার্কিন ক্ষোভের মুখেও৷ পাকিস্তানকে সমস্ত রকমের প্রতিরক্ষা বিষয়ক সাহায্য বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন৷ কিন্তু তাও চিনের সাহায্যে মাসুদ আজহার, হাফিজ সইদ ও দাউদের আড়াল করে আসছে পাকিস্তান৷ সযত্নে সেদেশে লালিতপালিত হচ্ছে জঙ্গি এবং আন্ডারওয়ার্ল্ড ডনরা৷

The post কাশ্মীরে নিহত জঙ্গির স্মরণসভা পাকিস্তানে, হাজির হাফিজ সইদ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement