সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার আরও বিপাকে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মানিক ভট্টাচার্য (Manik Bhattyachariya)। প্রেসিডেন্সি জেলে গিয়ে মানিক ভট্টাচার্যকে জেরা করতে পারবে সিবিআই। নতুন এফআইআর করে তদন্ত শুরু করতে পারবে সিবিআই এবং ইডি। তদন্তে গাফিলতি দেখলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন বিচারপতি।
দীর্ঘদিন ধরেই জেলবন্দি মানিক ভট্টাচার্য। একাধিকবার জামিনের আবেদন করলেও লাভ হয়নি। এবার আরও বিপাকে মানিক ভট্টাচার্য। এবার জেলে গিয়ে মানিক ভট্টাচার্যকে জেরা করতে পারবেন সিবিআই আধিকারিকরা, এমনই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলায় আর্থিক তছরূপ হয়ে থাকলে সেদিকটা ইডিকে খতিয়ে দেখার নির্দেশও দেন তিনি। এদিন দুপুরের পর সন্ধে ছ’টায় ফের এজলাস বসান বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেখানেই সিবিআই প্রেসিডেন্সি জেলে গিয়ে রাত সাড়ে আটটা থেকে মানিক ভট্টাচার্যকে জেরা করতে পারবেন বলে জানিয়েছেন বিচারপতি।
[আরও পড়ুন: মাত্র ৬ বছরেই ঠোঁঠস্থ প্রায় দুশো সামুদ্রিক প্রাণীর নাম! এশিয়া বুক অফ রেকর্ডসে দুর্গাপুরের খুদে]
জানা গিয়েছে, এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় জেরা পর্বের ভিডিওগ্রাফির নির্দেশ দিয়েছেন। হুঁশিয়ারি দিয়েছেন সিবিআই আধিকারিকদেরও। সব মিলিয়ে এবার প্রবল চাপে মানিক ভট্টাচার্য।