সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর কলমের খোঁচায় চাকরি গিয়েছে ৩২ হাজার চাকরিপ্রার্থীর। এবার সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই (Justice Abhijit Gangopadhyay) এবার ৭১ জন চাকরিপ্রার্থীকে নিয়োগের নির্দেশ দিলেন। আগামী ২ মাসের মধ্যে তাঁদের শিক্ষক পদে নিয়োগ করতে হবে। ২০১৪ সালে তাঁরা পরীক্ষায় পাস করেছিলেন। তারপরেও মেলেনি নিয়োগ। অবশেষে ৯ বছর পর চাকরি পেতে চলেছেন তাঁরা।
২০০৯ সালে হাওড়া জেলায় প্রাথমিক শিক্ষক (Primary Teachers) নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। ২০১০ সালের এপ্রিল মাসে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু রাজ্যের সরকার বদলের পর ২০১২ সালে নিয়োগ বাতিল করে দেয়। পরে হাই কোর্টের নির্দেশে ২০১৪ সালে লিখিত পরীক্ষা হয়। হয় অ্যাপ্টিটিউড টেস্টও। ২০০৯-১০ সালের পরীক্ষার্থীরাই অংশ নেন। সকলে পাশও করেন। অভিযোগ, হাওড়ায় ১২০০ পদ ফাঁকা থাকা সত্ত্বেও কাউকে নিয়োগ করা হয়নি। বরং কাট অফ মার্কস না থাকার পরও অনেকে চাকরি পেয়েছিলেন।
[আরও পড়ুন: বিস্ফোরণের পর ক্ষোভে ফুঁসছে এগরার খাদিকুল! ‘সব অভিযোগ সত্যি নয়’, বলছে অভিযুক্ত ভানু বাগের পরিবার]
২০২২ সালে আদালতে মামলা করেন বেশ কয়েকজন আন্দোলনকারী। মামলাকারীদের অভিযোগ ছিল, যাঁরা পরীক্ষায় বসার আবেদন করেননি, লিখিত পরীক্ষা দেননি এমনকী যাদের কাট এফ মার্কস ছিল না তাঁরাও চাকরি পেয়েছিল। এর প্রেক্ষিতে এতদিন আইনি লড়াই চলে। সেই প্রেক্ষিতে এদিন ৭১ জনকে নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি। তাঁর পর্যবেক্ষণ, পর্ষদের ভুল ছিল। যোগ্য চাকরিপ্রার্থীদের সঙ্গে অন্যায় করেছিল তারা। তাই আগামী ২ মাসের মধ্যে নিয়োগ দিতে হবে।