গোবিন্দ রায়: সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলাকালীন বললেন, “বন্দুক থাকে না? চালাতে পারো না?” প্রশ্ন তুললেন, কেন এখনও রাজ্যপাল ঘোষণা করছেন না যে, রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে? উদ্বেগ প্রকাশ করে বলেন, “যদি তদন্তকারীরাই মার খান, তাহলে তদন্ত হবে কী করে?”
শুক্রবার সকাল থেকে রেশন দুর্নীতি মামলায় ইডির তল্লাশি অভিযানকে কেন্দ্র করে উত্তাল সন্দেশখালি। আক্রান্ত ইডির আধিকারিকরা। কার্যত প্রাণ হাতে নিয়ে পালিয়ে বেঁচেছেন সিআইএসএফ জওয়ানরা। এদিন নিয়োগ দুর্নীতির শুনানি চলাকালীন এই ঘটনা নিয়েই মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রীতিমতো বিস্ময়প্রকাশ করেন তিনি। জানান, সকালে সংবাদমাধ্যমে বিষয়টা দেখেছেন তিনি। তদন্তকারীদের মারধর করা হয়েছে। সংবাদমাধ্যও আক্রান্ত। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিচারপতির প্রশ্ন, “কোথায় রাজ্যের আইনশৃঙ্খলা?”
[আরও পড়ুন: দিনেদুপুরে প্রকাশ্যে শুটআউট কামারহাটিতে, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি]
বিচারপতি আরও বলেন, “কেন এখনও রাজ্যপাল ঘোষণা করছেন না যে, রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে? যদি তদন্তকারীরাই মার খান, তাহলে তদন্ত হবে কী করে?” এদিন নিয়োগ দুর্নীতির শুনানি চলাকালীন সিবিআইয়ের আইনজীবীকে বিচারপতি বলেন, “বন্দুক থাকে না ? চালাতে পারো না? ২ জনকে মেরেছে দুশো জনকে পাঠাও।” সন্দেশখালিতে স্থানীয় ও তৃণমূলের ভূমিকায় যে অসন্তুষ্ট তা স্পষ্ট করে দিয়েছেন বিচারপতি। প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলার তদন্তে এদিন একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি। সন্দেশখালিতে গিয়ে প্রবল ক্ষোভের মুখে পড়েন আধিকারিকরা। মারধর করা হয়। কার্যত ধাওয়া করে এলাকা ছাড়া করা হয় ইডি আধিকারিক ও জওয়ানদের।