ক্ষীরোদ ভট্টাচার্য: শরীর ভালো নেই জ্যোতিপ্রিয় মল্লিকের। বার বার মাথা ঘোরার সমস্যার কথা বলছেন রাজ্যের বনমন্ত্রী। সমস্যার কারণ জানতে এবার শহরের কোনও এক বেসরকারি হাসপাতালে পরীক্ষা হবে তাঁর।
এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) আপাতত অনেকটাই ভালো আছেন। সোমবার দুপুরেও কেবিন থেকে বাইরে এসে কিছুক্ষণের জন্য দাঁড়ান তিনি। তবে মাথা ঘোরার সমস্যার কথা বার বারই বলছেন চিকিৎসকদের কাছে। সম্যসার কারণ জানতে ‘হেড আপ টিলট টেবিল টেস্ট’ করা হবে বনমন্ত্রীর। তবে এসএসকেএম হাসপাতালে এই পরীক্ষার সুযোগ নেই। তাই শহরের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হবে তাঁকে। সেই জন্য প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের অনুমতি দরকার। তবে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের কাছে এদিন পর্যন্ত কোনও চিঠি আসেনি বলেই সূত্রের খবর।
[আরও পড়ুন: রাম মন্দিরের সঙ্গে বাংলা যোগ, দত্তপুকুরের শিল্পীর তৈরি মূর্তি শোভা পাবে অযোধ্যায়]
উল্লেখ্য, রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় বর্তমানে এসএসকেএমের (SSKM) কার্ডিওলজি বিভাগে ভর্তি। শুক্রবার কলকাতা হাই কোর্টের নির্দেশে তাঁর কেবিন থেকে সিসিটিভি সরিয়ে দেওয়া হয়। ঠিক তার পরই শনিবার সকালে আচমকা হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন জ্যোতিপ্রিয়কন্যা প্রিয়দর্শিনী মল্লিক এবং দাদা দেবপ্রিয় মল্লিক। কেবিনে কিছুক্ষণ কথাবার্তাও বলেন তাঁরা। কী কথা হয় দুজনের, তা জানা যায়নি।
নিম্ন আদালতের নির্দেশ মোতাবেক হাসপাতালের কেবিনের ভিতরে এবং বাইরে বসানো হয় সিসিটিভি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন জ্যোতিপ্রিয় মল্লিক। সেই মামলাতেই এই নির্দেশ।