shono
Advertisement

Breaking News

বিরাট ব্যবধানে ইংল্যান্ডকে হারাল ভারতীয় কবাডি দল

চলতি কবাডি বিশ্বকাপের দুরন্ত ফর্মে রয়েছে ভারত৷ The post বিরাট ব্যবধানে ইংল্যান্ডকে হারাল ভারতীয় কবাডি দল appeared first on Sangbad Pratidin.
Posted: 03:43 AM Oct 19, 2016Updated: 10:18 PM Oct 18, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্দান্ত পারফর্ম করে কবাডি বিশ্বকাপের শেষ চারে পৌঁছে গেল ভারত৷ ইংল্যান্ডকে দুরমুশ করে অত্যন্ত সহজে জয় হাসিল করলেন সন্দীপ নরওয়ালরা৷ ম্যাচের ফল ৬৯-১৮৷

Advertisement

শুরু থেকেই ইংল্যান্ডের বিরুদ্ধে দাপট বজায় রেখেছিল ভারতীয় দল৷ বিপক্ষকে পয়েন্ট নেওয়ার কোনও সুযোগই দিচ্ছিল না তারা৷ ফলে অপেক্ষাকৃত কম শক্তিশালী দলের বিরুদ্ধে প্রত্যাশিত জয় পকেটে পুরল অনুপ কুমার অ্যান্ড কোম্পানি৷

মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের লড়াই দেখতে মুখিয়ে ছিলেন দর্শকরা৷ তবে শুধুই কবাডির টানে নয়. ছিল একটি বিশেষ কারণও. কারণ এদিন আরএসএস-এর বিরুদ্ধে মঞ্চে নেমেছিলেন বলবন্ত সিংয়ের ছেলেরা৷ অর্থাৎ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ৷ কীভাবে? কারণ ইংল্যান্ড দলের ছ’জন খেলোয়াড়ই ব্রিটেনের আরএসএস সংগঠনের সদস্য৷ সেখানে আবার আরএসএস হিন্দু স্বয়ংসেবক সংঘ হিসেবে পরিচিত৷

চলতি কবাডি বিশ্বকাপের দুরন্ত ফর্মে রয়েছে ভারত৷ শুরুতে দক্ষিণ কোরিয়ার কাছে মুখ থুবড়ে পড়লেও দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণ কামব্যাক করেন সুরজিৎরা৷ তারপর বাংলাদেশ ও আর্জেন্টিনার বিরুদ্ধেও বড় ব্যবধানে জেতে দল৷ শেষ চারে ভারত মুখোমুখি হতে পারে তাইল্যান্ড অথবা ইরানের. গতবারের চ্যাম্পিয়নরা যে ফর্মে রয়েছেন, তাতে কোনও বাধাই তাদের কাছে বড় নয়৷ এমনটাই মনে করছে বিশেষজ্ঞমহল৷

The post বিরাট ব্যবধানে ইংল্যান্ডকে হারাল ভারতীয় কবাডি দল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement