সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রাজ্য সংগীত’ নিয়ে আলোচনা হচ্ছিল। শোনা যায়, সেখানে বারবার ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটির কথা উঠে আসছিল। গানের ‘বাঙালি’ শব্দটি ‘বাংলা’ করার প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এতে আপত্তি রয়েছে কবীর সুমনের (Kabir Suman)। ফেসবুক পোস্টে জানালেন সেকথা।
নিজের দীর্ঘ পোস্টে সুমন জানান, ভোটদাতা হিসেবে তিনি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। তাঁর অনেক কাজ পছন্দ। আবার কোনও কোনও পদক্ষেপ পছন্দ নয়। কিন্তু মোটের ওপর তাঁর নীতি ও কাজকর্ম যা তিনি দেখেছেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ্যমন্ত্রী হিসেবে চান। কেন? সেকথাও নিজের এই পোস্টে বিস্তারিতভাবে জানান সংগীতশিল্পী। এরপর রবীন্দ্রসংগীতের প্রসঙ্গ উঠে আসে তাঁর লেখায়।
[আরও পড়ুন: গুমরে থাকা সম্পর্কের চক্রব্যূহে অঞ্জন-মমতা ও যিশু-পাওলি, দেখুন ‘পালান’-এর টিজার]
সুমন লেখেন, ‘আমি মাননীয় শ্রীমতি মমতার সমর্থক। যদিও তাঁর একাধিক পদক্ষেপ আমার ভাল লাগেনি। একটি ঘটল সম্প্রতি। কেউ কোনও কবিতা, গান, গল্প, রচনা বা নাটক লিখলে তার একটি কথাও পালটানোর অধিকার সেই লেখক ছাড়া অন্য কারুরই থাকার কথা নয়। তিনি নোবেল বিজেতা হোন বা না হোন, তিনি যিনিই হোন, তাঁর রচনা যদি ছাপা হয়ে থাকে এবং প্রমান থাকে যে সেটি তাঁরই সৃষ্টি তাহলে তার একটি হরফও পালটানোর অধিকার কারুর নেই। মাননীয় মুখ্যমন্ত্রীর তা জানা থাকার কথা। তা সত্ত্বেও তিনি সবিনয়ে প্রস্তাব রাখলেন – রবীন্দ্রনাথের একটি গানের কথা পালটে দেওয়া হোক আজকের বাস্তবতার স্বার্থে।’
এরপরই শিল্পী জানান মুখ্যমন্ত্রীর বক্তব্যের ভিডিও রেকর্ডিং তিনি দেখেছেন, শুনেওছেন এবং জানেন যে, তাঁর কথায় কোথাও সামান্যতম ঔদ্ধত্য ছিল না। সুমনের কথায়, ‘সবিনয়ে রাখছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী তাঁর প্রস্তাব। কিন্তু, আমার মতে, তাঁর ভাবা উচিত ছিল যে এমন প্রস্তাব কোনওমতেই রাখা যায় না। একজনের কাজ আর একজন কিছুতেই পালটাতে পারেন না। এককভাবেও না সমবেতভাবেও না। উদ্দেশ্য যত মহৎই হোক না কেন।’ নিজের বক্তব্যের শেষে আকাশবাণী কলকাতার একটি বিশেষ অনুষ্ঠানে উদাহরণও দেন। এর মাঝেই লেখেন, ‘প্রচুর বিরোধিতা শুরু হয়ে গিয়েছে। স্বাভাবিক। আমার মত জানার জন্য নানান জায়গা থেকে ফোন করছেন কেউ কেউ। কাউকে কিছু বলিনি, বলবও না। কিন্তু বিষয়টির গুরুত্বের কথা ভেবে লেখাটি লিখলাম।’