সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: কালীপুজোর আগে বেআইনি বাজি বিক্রি রুখতে তৎপর পুলিশ। মহেশতলার নুঙ্গি বাজিবাজারে হানা দিলেন আধিকারিকরা। উদ্ধার হয়েছে ১৫০ কেজি অনুমতিবিহীন, নিষিদ্ধ বাজি।
দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় ডিএসপি (শিল্প) নিরূপম ঘোষের নেতৃত্বে মহেশতলা এবং বজবজ থানার আধিকারিকরা সোমবার নুঙ্গি বাজি বাজারে আচমকা হানা দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে বাজি বিক্রেতাদের বিক্রির যথাযথ লাইসেন্স আছে কি না তা খতিয়ে দেখা হয়। যে সমস্ত ক্রেতারা বাজি কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন তাঁদেরও ব্যাগ পরীক্ষা করা হয়। দেখা হয়, কোনওরকম শব্দবাজি রয়েছে কি না।
[আরও পড়ুন: গল্প নয় সত্যি! আড়াই দশক পর স্যালুটই ঘরে ফেরাল ‘মৃত’ সৈনিককে]
মাইকে প্রচারের মাধ্যমে বাজি বিক্রেতা এবং বাজি প্রস্তুতকারক প্রত্যেককে সতর্ক করা হয়। জানানো হয়, অনুমোদনহীন বাজি বিক্রি বেআইনি। ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুটি থানার যৌথ উদ্যোগে এখনও পর্যন্ত ১৫০ কেজি বাজি উদ্ধার হয়েছে। ক্রেতাদের উদ্দেশ্য বলা হয়েছে, কিউআর কোড স্ক্যান করে তবেই যেন বাজি কেনা হয়। পুলিশের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে আপাতত এই টহলদারি দফায় দফায় চলবে।