shono
Advertisement

Breaking News

হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের ব্যাপারে আশাবাদী ইস্টবেঙ্গল

জয়ের মুখ দেখবে ইস্টবেঙ্গল?
Posted: 09:14 AM Jan 09, 2024Updated: 09:15 AM Jan 09, 2024

স্টাফ রিপোর্টার: আইএসএলে (ISL 10) শেষ পাঁচ ম্যাচে অপরাজিত। তার মধ্যে আবার কয়েক ম্যাচে ক্লিনশিট রয়েছে ইস্টবেঙ্গলের (East Bengal)। মঙ্গলবার সুপার কাপের প্রথম ম্যাচে নামার আগে এই তথ্যগুলোই আত্মবিশ্বাস বাড়াচ্ছে ইস্টবেঙ্গল শিবিরকে।

Advertisement

এমন পরিস্থিতিতে সুপার কাপে (Kalinga Super Cup) তাদের প্রথম প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। আইএসএল লিগ টেবিলে এই মুহূর্তে যখন ইস্টবেঙ্গল প্রথম ছয়ে ঢোকার দরজায় টোকা মারছে তখন হায়দরাবাদের দলটি তখন লিগ টেবিলের একেবারে শেষে অবস্থান করছে।

[আরও পড়ুন: ‘ভারতীয় দলে সবাই মদ্যপান করে, বদনাম হয় আমার!’, কাদের দিকে আঙুল তুললেন ধোনির প্রাক্তন সতীর্থ?]

অনুশীলনে ব্যস্ত ক্লেটন সিলভা। ছবি: ইস্টবেঙ্গল

রবিবারই ক্লেটন সিলভারা (Cleton Silva) উড়ে গিয়েছিলেন ভুবনেশ্বর। সোমবার সেখানে অনুশীলন করে গোটা দল। তবে অনুশীলনে দেখা গেল না ভি পি সুহেরকে। তবে সুপার কাপের প্রথম ম্যাচে নামার আগে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতের (Carles Cuadrat) চিন্তা হতে পারে মন্দার রাও দেশাইয়ের চোট।

প্রথম ম্যাচে নামার আগে কার্লেস বলেন, “আজ এখানে এসে ট্রেনিংয়ে করেছি। প্রথম ম্যাচে নামার আগে আমরা যথেষ্টই আত্মবিশ্বাসী রয়েছি। প্রথম লক্ষ্য ফাইনালে যাওয়ার। আগামী তিনটে ম্যাচ খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক হবে।” প্রতিপক্ষ যতই লিগ টেবিলের নিচে থাকুক না কেন, হায়দরাবাদকে এতটুকু হালকা নিতে নারাজ ইস্টবেঙ্গল কোচ, “ভালো ফুটবল হবে আশা করি। ওদের বিরুদ্ধে সহজ ম্যাচ হবে না।’’

আজ সুপার কাপে
ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ এফসি
কলিঙ্গ স্টেডিয়াম
ম্যাচ শুরু ২.০০ থেকে

[আরও পড়ুন: চলে গেলেন কিংবদন্তি ফুটবলার বেকেনবাওয়ার, শোকস্তব্ধ ক্রীড়াদুনিয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement