সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাভারতের সঙ্গে কল্পবিজ্ঞানের মিশেলে লেখা হয়েছে ‘Kalki 2898 AD’ ছবির চিত্রনাট্য। যেখানে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) খেল দেখালেন রক্ষাকর্তার ভূমিকায়। বিষ্ণুর দশম অবতার 'কল্কি'র রক্ষক হিসেবে দেখা গিয়েছে অমিতাভকে। প্রেক্ষাগৃহ থেকে বেরিয়েও অশ্বত্থামার চরিত্রে সিনিয়র বচ্চনের অভিনয়ের রেশ কিছুতেই যেন দর্শক-অনুরাগীদের পিছু ছাড়ছে না।
৮১ বছর বয়সেও পর্দাজুড়ে বিগ বি যে ম্যাজিক দেখালেন, তাতে আচ্ছন্ন অনুরাগীরা!। অমিতাভের সংলাপ ধার করেই বলা যায়, 'বুঢঢা হোগা তেরা বাপ'! 'কল্কি'র চিত্রনাট্য অনুযায়ী গুরু দ্রোণাচার্যপুত্র অমর অশ্বত্থামার একটাই উদ্দেশ্য, কাল্কিকে খুঁজে পাওয়া এবং পৃথিবীকে বাঁচাতে সেই দৈব অবতারের রক্ষা করা। দীপিকার গর্ভস্থ সন্তানই বিষ্ণুর সেই দশম অবতার। পরিচালক নাগ অশ্বীনের সাজানো গল্প অনুযায়ী কুরুক্ষেত্র যুদ্ধের ৬ হাজার বছর পর জন্ম নিচ্ছে কল্কি। ইতিমধ্যেই মহাজাগতিক বদল ঘটেছে গোটা বিশ্বে। আর ঠিক এই প্রেক্ষাপটেই রক্ষাকর্তার ভূমিকায় আচার্যপুত্র অশ্বত্থামা। মহাকাব্য অনুযায়ী যিনি অমর। একমাত্র তিনিই পারেন কল্কিকে উদ্ধার করে পৃথিবীকে বাঁচাতে।... এই পরিসরে গল্পের বাকিটা আর না ভাঙলেও এটা হলফ করে বলা যায় অশ্বত্থামা যেমন অমর, তেমনই অভিনয়ের অবিনশ্বর ঈশ্বর অমিতাভ বচ্চন। বিগ বি-র দুর্ধর্ষ পারফরম্যান্সে মন্ত্রমুগ্ধ দর্শকরা। এককথায়, প্রভাস যদি ‘Kalki 2898 AD’ ছবির কৃষ্ণ হন, তাহলে অমিতাভ বচ্চন সারথী। সিনেমার অন্যতম মেরুদণ্ড তিনি। ভক্তরা বলছেন, "এই বয়সেও ঈশ্বরসম পারফরম্যান্স দিলেন বিগ বি।"
[আরও পড়ুন: পয়লা দিনেই RRR-এর রের্কড ধূলিসাৎ! ওপেনিংয়ে ২০০ কোটির দৌড়ে প্রভাস-দীপিকার ‘কাল্কি’]
বুড়ো হাড়েও অপ্রতিরোধ্য অমিতাভ বচ্চন। এই বয়সেও এত এনার্জি। কাজের প্রতি তাঁর নিষ্ঠা দেখে পাঠ নিতে হয়। সহকর্মীরাই বারবার একথা বলেছেন। ‘Kalki 2898 AD’ ছবিতে অমিতাভের দিক থেকে চোখ ফেরাতে প্রভাসকে রীতিমতো বেগ পেতে হয়েছে! সোশাল মিডিয়াতেও ক্লাইম্যাক্স দৃশ্য নিয়ে বেশ শোরগোল। আর এহেন দুর্ধর্ষ পারফরম্যান্সের জন্য অমিতাভ যে পারিশ্রমিক নিয়েছেন, তা প্রভাসের থেকে চারগুণ কম! সূত্রের খবর অনুযায়ী, 'কল্কি'র জন্য ৮০ কোটি টাকা গুনেছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। অন্যদিকে বিগ বি-র প্রাপ্ত পারিশ্রমিক মোটে ২০ কোটি টাকা। যদিও এই খবরে সিলমোহর পড়েনি, তবুও হলফ করে বলা যায়, বচ্চনের পারফরম্যান্সের কাছে তাঁর পারিশ্রমিক নস্যি!