সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে বিরাট কোহলিই ওপেন করবেন। এই সিদ্ধান্ত ভুল বলে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রাক্তন উইকেট কিপার কামরান আকমল (Kamran Akmal)।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত (India Cricket Team)। প্রথম ম্যাচে বিরাট কোহলি (Virat Kohli) রান পাননি। মাত্র ১ রান করেন তিনি। কোহলি রান না পেলেও টিম ম্যানেজমেন্ট কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে বিরাটের ব্যাটিং অর্ডারের কোনও পরিবর্তন করছেন না।
[আরও পড়ুন: রশিদ-ফারুকির দাপটে কিউয়িরা কুপোকাত, বড় ব্যবধানে জিতে সুপার এইটের পথে আফগানিস্তান]
সব ঠিকঠাক থাকলে কোহলি ওপেন করতেই নামবেন। আকমল এই সিদ্ধান্ত মানছেন না। তাঁর মতে ভারতের সেরা ব্যাটারকে তিনে পাঠানো উচিত। কামরান আকমল বলছেন, ''ভারতের ব্যাটিং অর্ডার ঠিক বলে মনে করি না। তিন নম্বরে নেমে কোহলি চাপ নিয়ে খেলতে পারবে এবং ম্যাচ শেষ করে আসতে পারবে। এটাই ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ। যশস্বী জয়সওয়ালের ওপেন করা উচিত। কোহলিকেই যদি ওপেন করায় ভারত, তাহলে একসময়ে আটকে যাবে ওরা। কোহলি একটা দিক ধরে রাখবে এবং ম্যাচ জিতিয়ে আসবে। কোহলিকে ওপেন করতে পাঠিয়ে ভুলই করছে ভারত।''
এবারের আইপিএলে বিরাট কোহলির হাতেই পুনরুজ্জীবিত হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্ন। ব্যাট হাতে কোহলি ৭৪১ রান করেন। প্রথম ম্যাচ খুব সহজেই জিতেছে ভারত। কিন্তু পাকিস্তান আবার প্রথম ম্যাচে হার মেনেছে আমেরিকার কাছে। প্রথম ম্যাচে হার মানা পাকিস্তান পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইবে। ভারতের আসল লড়াইটা কিন্তু পাকিস্তানের বিরুদ্ধেই। কামরান আকমল বলছেন, ''ভারত আত্মবিশ্বাসী। বুমরাহ ভালো বল করছে। সিরাজও ভালো করছে। হার্দিক পাণ্ডিয়া উইকেট পাচ্ছে। একই ভেন্যুতে খেলতে হবে তিনটি ম্যাচ। এটাও একধরনের অ্যাডভান্টেজ।''