shono
Advertisement

এই বয়সেও বাবাকে এসে উদ্ধার করতে হয়! হৃতিককে খোঁচা কঙ্গনার

হৃতিক-কঙ্গনা বিবাদ নতুন করে উসকে দেন হৃতিকের বাবা রাকেশ রোশন৷
Posted: 10:51 PM Oct 02, 2016Updated: 05:24 PM Oct 02, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিপাড়ায় হৃতিক-কঙ্গনা বিবাদ যেন আর কিছুতেই মেটে না৷ মেল চালাচালির পর মন্তব্য-প্রতিমন্তব্য, সাক্ষাৎকার-পাল্টা সাক্ষাৎকারে একসময় সরগরম ছিল দু’পক্ষ৷ মাঝে কিছুদিন সব চুপচাপ৷ আবার নতুন করে উসকেছে পুরনো বিবাদ৷ ফলে আবার হৃতিককে খোঁচা দিলেন কঙ্গনা৷

Advertisement

হৃতিক-কঙ্গনা বিবাদ নতুন করে উসকে দেন হৃতিকের বাবা রাকেশ রোশন৷ বলেন, একবার যদি হৃতিক মুখ খোলেন, তবে অনেক সত্যি সামনে চলে আসবে৷ আর তাতে বিপদে পড়বেন অন্য কেউ৷ সেই কথার প্রেক্ষিতেই এবার এল কঙ্গনার কটাক্ষ৷ বললেন, হৃতিক তো ৪৩ বছরের একজন পুরুষ৷ এখনও কেন সব পরিস্থিতি থেকে তাকে উদ্ধার করতে বাবাকে এগিয়ে আসতে হয়? কেন পুরুষরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে না!

বলিপাড়ার অনেকে বলছেন, এই মন্তব্য করে এক ঢিলে দুই পাখি মারলেন কঙ্গনা৷ এক তো রাকেশ রোশনের মন্তব্যের জবাব দিলেন৷ দ্বিতীয়ত, বলিপাড়ায় সাফল্যে-অসাফল্যেরও প্রছন্ন ইঙ্গিত থাকল তাঁর কথায়৷ বাবা রাকেশ রোশনের ছবি ছাড়া হৃতিকের কেরিয়ারের নেট ভ্যালু প্রায় শূন্য৷ প্রতিবার বাবার তৈরি ছবিতেই বাজিমাত করেছেন বলিউডের ‘গ্রিক গড’৷ অন্যদিকে কঙ্গনার সাফল্য নিজে লড়ে পাওয়া৷ ইন্ডাস্ট্রিতে কোনওদিন তাঁর কোনও বাবা-কাকা ছিল না৷ ফলে নিজের জায়গা নিজেকেই করে নিতে হয়েছে তাঁকে৷ এবং একজন নারী হিসেবে তিনি যে সাফল্য পেয়েছেন তাকে কুর্নিশ জানায় সারা দেশের মহিলারা৷ দু’বার জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী তাই যখন পুরুষদের খোঁটা দেন, তখন তা বিশেষ অর্থবহ হয়ে ওঠে৷ সেইসঙ্গে কেরিয়ারের সাফল্যের কটাক্ষও থাকল৷ তবে কিছুদিন সব থেমে থাকলও এই মন্তব্য-প্রতি মন্তব্যে হৃতিক-কঙ্গনা বিবাদ আবার মাথাচাড়া দিল বলেই মনে করছে বলিপাড়া৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement