shono
Advertisement

‘পাপ বাড়লে সর্বনাশ হবেই!’উদ্ধব ঠাকরের ইস্তফা নিয়ে মুখ খুললেন কঙ্গনা

এর আগেও উদ্ধব ঠাকরেকে এক হাত নিয়েছিলেন কঙ্গনা।
Posted: 03:33 PM Jun 30, 2022Updated: 03:38 PM Jun 30, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনায় ইতি টেনে বুধবার রাতে ইস্তফা দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এদিন ফেসবুক লাইভে পদ ছাড়ার কথা ঘোষণা করেন শিব সেনা ‘প্রধান’। শুধু তাই নয়, এদিন বিধান পরিষদ থেকেও ইস্তফা দেন তিনি। নিজের ভাষণে ‘বিদ্রোহী’দের বার্তা দেওয়ার সময় স্পষ্টতই আবেগিক হতে দেখা যায় উদ্ধবকে। উদ্ধবের ইস্তফার পরই মহারাষ্ট্রের রাজনীতির চিত্রটাই বদলে যায়। আর এবার উদ্ধবের ইস্তফা নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করে কঙ্গনা একহাত নিলেন শিবসেনা প্রধান উদ্ধবকে! কঙ্গনার কথায়, ‘পাপ বাড়লে সর্বনাশ হবেই!’

Advertisement

আসলে, দু’বছর আগে বিএমসির তরফ থেকে বেআইনি নির্মাণের কারণ দেখিয়ে ভেঙে দেওয়া হয়েছিল কঙ্গনার অফিসের একাংশ। তখন সোশ্যাল মিডিয়ায় উদ্ধব ঠাকরেকে একহাত নিয়েছিলেন কঙ্গনা। সেই ভিডিওতে কঙ্গনা বলেছিলেন, ‘উদ্ধব ঠাকরে তোর কী মনে হয়? ফিল্ম মাফিয়াদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে এরকমটা করলি। আজ আমার ঘর ভেঙেছে, কাল তোর অহংকার ভাঙবে। এটা সময়ের চাকা, মনে রাখিস।’ উদ্ধবের ইস্তফার পর নিন্দুকরা কঙ্গনার এই কথাতেই বার বার টেনে আনছেন। অনেকে তো বলছেন, একেই বলে ধর্মের কল বাতাসে নড়া! আর এবার সেটাই যেন মনে করিয়ে দিলেন কঙ্গনা রানাউত।

[আরও পড়ুন: বিদ্যুতের বিল মেটাতে গিয়ে নিমেষে ফাঁকা অ্যাকাউন্ট! প্রতারিত অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় ]

ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করে কঙ্গনা বললেন, ‘গণতন্ত্র একটা বিশ্বাস, সেটা যদি ক্ষুন্ন হয়, গণতন্ত্রকে যদি কেউ মুষ্টিগত করতে চায়, তাহলে তাঁর অহংকার ভাঙবেই। যে শিবসেনা হনুমান চল্লিশাকে নিষিদ্ধ করার চেষ্টা করে, শিবও মাফ করবে না শিবসেনাকে! পদ্ম ফুলের মধ্যে দিয়েই নতুন যুগের শুরু হবে এবার।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kangana Ranaut (@kanganaranaut)

প্রসঙ্গত, বুধবার রাতে ফেসবুক লাইভে এসে বিদ্রোহী শিবির অর্থাৎ একনাথ শিণ্ডেদের উদ্দেশে আবেগঘন বার্তা দেন উদ্ধব। তিনি বলেন, “কার উপর রাগ আপনাদের। কোনও সমস্যা হলে আপনারা ‘মাতোশ্রী’তে আসতে পারতেন। সুরাট বা গুয়াহাটি যাওয়ার কী প্রয়োজন ছিল?” উদ্ধব ঠাকরে আরও বলেন, ‘আমি ইস্তফা দিচ্ছি। মহারাষ্ট্রের মানুষের আশীর্বাদ আমি পেয়েছি। এটাই আমার জন্য অনেক।’

[আরও পড়ুন: এবার বলিউডের পর্দায় আসছে অটল বিহারী বাজপেয়ীর বায়োপিক! প্রকাশ্যে ছবির প্রথম ঝলক ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement