সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠে তো বটেই, এই ম্যাচ নিয়ে মাঠের বাইরেও বিতর্কের ঝড় ওঠে। শেষমেশ যার জন্য শনিবার আইএফএ’র সচিব পদ থেকেই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন জয়দীপ মুখোপাধ্যায়। কন্যাশ্রী কাপের সেই বিতর্কিত রিপ্লে ম্যাচে শেষমেশ জয়ী হল লাল-হলুদের মেয়েরা।
এদিন হাওড়া স্টেডিয়ামে পুলিশ এসির বিরুদ্ধে টানটান লড়াই করলেন এসসি ইস্টবেঙ্গলের মেয়েরা। তিন মিনিটেই গোল করে লাল-হলুদকে এগিয়ে দেন পিংকি বারুই। প্রথমার্ধের শেষে আবার তিতলি সরকারের গোলে সমতায় ফেরে পুলিশ। দ্বিতীয়ার্ধে কোনও দলই একে-অন্যের রক্ষণ ভাঙতে পারেনি। তাই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কোনও ফল না হওয়ায় শুরু হয় টাই ব্রেকার। তাতেও টুইস্ট। দুই দলই ৩-৩ স্কোর করে। শেষমেশ সাডেন ডেথে আসে কাঙ্খিত ফল। প্রথমে শট নিয়ে গোল মিস করে পুলিশ। আর তখনই বাজিমাত করে এসসি ইস্টবেঙ্গল। আগামী ৩০ ডিসেম্বর যুবভারতীতে এসএসবির বিরুদ্ধে টুর্নামেন্টের ফাইনালের লড়াইয়ে নামবে লাল-হলুদ ব্রিগেড।
[আরও পড়ুন: একাধিক সুযোগ নষ্ট আর খারাপ রক্ষণ, ISL’এ জয় অধরাই রইল এসসি ইস্টবেঙ্গলের]
এর আগেই সেমিফাইনালে টাইব্রেকারে পুলিশ এসিকে হারিয়েছিল এসসি ইস্টবেঙ্গল। আজই কন্যাশ্রী কাপের মহিলা ফুটবলের ফাইনাল খেলার কথা ছিল লাল–হলুদের। কিন্তু ফের ভুল ফুটবলার খেলানোয় পুলিশ এসির অভিযোগে বাধ্য হয়ে লাল–হলুদের ফাইনালে ওঠা বাতিল করতে হয় IFA’কে। ঠিক হয়, ফাইনাল খেলার পরিবর্তে ফের সেমিফাইনালে নামবে দল (SC East Bengal)। গ্রুপ লিগেও এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নিয়মবিরুদ্ধ ভাবে ফুটবলার খেলানোর অভিযোগ এনেছিল পুলিশ এসি। এই সমস্ত অনিয়মের কারণেই এদিন প্রতিবাদ স্বরূপ ইস্তফা দেন জয়দীপ মুখোপাধ্যায়। আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়ের অন্যায় আচরণের অভিযোগও তোলেন তিনি। গোটা বিষয়টির সমালোচনা করেছে মোহনবাগানও। এসসি ইস্টবেঙ্গলের কাণ্ড কারখানা আর আইএফএ সভাপতির আচরণ নিয়ে নিন্দার ঝড় ওঠে ময়দানে।