shono
Advertisement

‘ওরা দেশের থেকে বড় নয়’, ‘অবাধ্য’ শ্রেয়স-ঈশানের উপর বেজায় চটলেন কপিল দেব

বড় মন্তব্য করে দিলেন কপিল দেব।
Posted: 06:32 PM Mar 01, 2024Updated: 06:32 PM Mar 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রনজি ট্রফিকে (Ranji Trophy) বাঁচানোর জন্য বড় পদক্ষেপ নিয়েছে বিসিসিআই (BCCI)। ভারতীয় দলের সঙ্গে যুক্ত না থাকলেও, রনজি ট্রফি খেলেননি ঈশান কিষাণ (Ishan Kishan) এবং শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। টিম ইন্ডিয়ার (Team India) দুই ক্রিকেটারের এমন মানসিকতা একেবারেই মেনে নিতে পারেনি বিসিসিআই। আর তাই দুই ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে। বোর্ড সভাপতি রজার বিনি (Roger Binny) ও সচিব জয় শাহর (Jay Shah) উদ্যোগকে স্বাগত জানালেন কপিল দেব (Kapil Dev)।

Advertisement

১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন, “জানি বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ গিয়ে ঈশান ও শ্রেয়সের মন খারাপ হয়েছে। ওদের খারাপ লাগা খুবই স্বাভাবিক। কিন্তু ওদের বোঝা উচিত যে দেশ সবার আগে। ওরা মোটেও দেশের থেকে বড় নয়। আর এমন পদক্ষেপ নেওয়ার জন্য বিসিসিআইকে অনেক ধন্যবাদ।”

[আরও পড়ুন: কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাই হলেও শ্রেয়সের পাশে দল! কবে ইডেনে নামবে কেকেআর?]

রনজি না খেলার শাস্তি হিসাবেই কেন্দ্রীয় চুক্তি থেকে ছেঁটে ফেলা হয় শ্রেয়স ও ঈশানকে। বুধবার ২০২৩-২০২৪ মরশুমের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। সব মিলিয়ে ৩০জন ক্রিকেটারকে রাখা হয়েছে চুক্তিতে। সেখানে একঝাঁক নতুন মুখ থাকলেও জায়গা পাননি দুই তারকা ক্রিকেটার। বোর্ডের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, চুক্তি নিয়ে আলোচনার সময়ে ঈশান ও শ্রেয়সের নাম বিবেচনাই করা হয়নি।

নতুন চুক্তি প্রকাশ করার পাশাপাশি রনজি খেলা নিয়ে আবারও কড়া বার্তা দিয়েছে বোর্ড। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যে সমস্ত ক্রিকেটাররা জাতীয় দলের হয়ে খেলছেন না তাঁদের অবশ্যই ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে। অন্য টুর্নামেন্ট খেলার থেকে ঘরোয়া ক্রিকেটকেই অগ্রাধিকার দিতে হবে বলেই নির্দেশ বোর্ডের। বিসিসিআইয়ের সেই সিদ্ধান্তকে সমর্থন জানালেন কপিল দেব।

[আরও পড়ুন: বিশেষভাবে সক্ষম শিশুদের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ শচীনের, দেখুন ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement