সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে করণ জোহরের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। হ্যাঁ, এমনটাই অন্তত জানে গোটা বলিউড। তবে সূত্র বলছে করণ-অয়নের বন্ধুত্ব তিক্ততার দিকে। আর সম্পর্ক এতটাই তিক্ত যে করণের হাত থেকে বেরিয়ে যাচ্ছে ব্রহ্মাস্ত্র!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। করণের ছবি থেকেই হাতে খড়ি অয়নের। করণের ‘কভি অলবিদা না কহেনা’ ছবিতে সহকারী হিসেবে কাজ করেছিলেন অয়ন। তারপর পরিচালক হিসেবে প্রথম ছবি ‘ওয়েক আপ সিডে’র প্রযোজক ছিলেন করণ। তারপর অয়নের ছবি মানেই করণ প্রযোজক। এরকম বন্ধুত্বে হঠাৎ তিক্ততা কেন?
[আরও পড়ুন: ‘অভিনয় না দেখে মানুষ কি শুধু ‘রিলস’ আর ‘ইনস্টগ্রাম’ দেখবে?’, শঙ্কিত ঊষসী]
সম্প্রতি ‘ব্রহ্মাস্ত্র’ ছবি দ্বিতীয় ও তৃতীয় পর্বের ঘোষণার সময় অয়নের মুখে প্রযোজক সংস্থা নিয়ে কোনও কথা শোনা যায় না। এমনকী, এই ঘোষণার দিন করণও ছিলেন না। এই ঘটনার পর থেকেই বলিউডে রটে যায় করণ ও অয়নের বন্ধুত্বে চিড় ধরেছে। তবে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি করণ ও অয়নের কাছ থেকে। তবে দুজনের সম্পর্কে যে চিড় ধরেছে তা কিন্তু স্পষ্ট।