shono
Advertisement

Breaking News

অবশেষে ঠান্ডা লড়াইয়ে ইতি, করণের কোন ছবিতে সই করছেন কার্তিক?

কার্তিক ও করণ দু'জনেই দু'জনের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছেন।
Posted: 04:31 PM Oct 26, 2023Updated: 04:31 PM Oct 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করণ-কার্তিকের ইগোর লড়াই বলিউডে বেশ জনপ্রিয়। দোস্তানা ২ ছবির কাস্টিং নিয়ে যেভাবে করণ জোহর ও কার্তিক আরিয়ানের মধ্য়ে জলঘোলা হয়েছিল তা গুঞ্জন পাড়ায় আগুন জ্বালিয়ে ছিল। তবে সময় এগিয়েছে, ঝামেলাতেও ইতি পড়েছে। আর এবার ইগোর লড়াই আপাতত থেমেছে। কার্তিক ও করণ দু’জনেই দু’জনের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছেন। আর তাই তো সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ স্পষ্ট জানালেন, ‘দোস্তানা ২’ না হলেও, কার্তিককে নিয়ে অবশ্য়ই ছবি করব।

Advertisement

প্রসঙ্গত, ২০০৮ সালে মুক্তি পেয়েছিল করণ জোহর প্রযোজিত ‘দোস্তানা’ (Dostana)। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, জন আব্রাহাম এবং অভিষেক বচ্চন। ২০১৯ সালের নভেম্বর মাসে ‘দোস্তানা ২’র (Dostana 2) কাজ শুরু হয়। মুখ্য ভূমিকায় জাহ্নবী কাপুর, কার্তিক আরিয়ান ও হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ লক্ষ্য লালভানির নাম ঘোষণা করা হয়। কিন্তু এখন আর উইকিপিডিয়ার কাস্ট লিস্টে কার্তিকের নাম নেই। তাঁর বদলে লেখা রয়েছে ‘পাতাল লোক’ ওয়েব সিরিজ খ্যাত বাঙালি অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম। যদিও কার্তিকের পরিবর্ত হিসেবে অভিষেককে নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি।

[আরও পড়ুন: মাটির মানুষ! স্কুটি চেপেই স্ত্রীকে নিয়ে আজিমগঞ্জে ঠাকুর দেখলেন অরিজিৎ, ভাইরাল ভিডিও]

এদিকে ‘দোস্তানা ২’ থেকে কার্তিকের বাদ পড়ার ঘটনায় বেজায় ক্ষুব্ধ নেট নাগরিকদের অনেকে। স্বজনপোষণের অভিযোগে সরব হয়েছেন তাঁরা। কারও অভিযোগ, প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) ও ‘ক্যুইন’ কঙ্গনা রানউতের (Kangana Ranaut) পর করণের নতুন টার্গেট কার্তিক আরিয়ান। কেউ লিখেছেন, “যে অভিনেতা পেশাদার হওয়ার জন্য বলিউডে বিখ্যাত তাঁর বিরুদ্ধে অপেশাদার হওয়ার অভিযোগ আনা হয়েছে! সবাই জানে কার গাফিলতি!” ‘দোস্তানা ২’ সিনেমা বয়কট করার ডাকও দেওয়া হয়েছে। যদিও করণের ধর্মা প্রোডাকশনের পক্ষ থেকে এবিষয়ে অফিশিয়ালি এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

[আরও পড়ুন: রণবীর-দীপিকার বিয়ের ৫ বছর পর ফাঁস রাজকীয় বিয়ের ভিডিও, নেপথ্যে করণ জোহর, দেখুন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement