shono
Advertisement

মাখোমাখো প্রেম! আলিয়াকে জাপটে মেঝেতেই শুয়ে পড়লেন রণবীর সিং, দেখুন ভিডিও

দুই তারকার এই কাণ্ড ফাঁস করেছেন করণ জোহর।
Posted: 08:31 PM Sep 15, 2023Updated: 08:31 PM Sep 15, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তির দ্বিতীয় সপ্তাহেই একশো কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ (Rocky Aur Rani Kii Prem Kahaani)। এখনও সিনেমা হলে চলছে রণবীর-আলিয়ার সিনেমা। এমন পরিস্থিতিতেই ‘ডিলিটেড সিন’ শেয়ার করলেন পরিচালক করণ জোহর।

Advertisement

নতুন এই ভিডিও সম্ভবত টোটা রায়চৌধুরীর নাচের দৃশ্যের পরের। যখন বাবার অপমানে বেশ রেগে ছিল রানি। রকি নিজের বাড়িতেই জানলা দিয়ে ঢুকে তার মানভঞ্জন করতে থাকে। রানি পা জড়িয়ে ধরে ক্ষমা চাইতে থাকে। অবশেষে মন গলে রানির। রকির কোলের উপরই নায়িকা বসে পড়ে। তারপর একেবারে মাখোমাখো প্রেম।

[আরও পড়ুন: ‘আমি তো ফাটিয়ে দিয়েছি’, ‘জওয়ান’-এর সাফল্যের অনুষ্ঠানে নয়া হেয়ার স্টাইলে শাহরুখ]

ট্রেলার দেখে মনে হয়েছিল। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’-এর ফ্লেভার দিতে চলেছেন করণ জোহর। কিন্তু তফাত গড়ে দিয়েছেন ছবির অভিনেতারা। রণবীর সিং, আলিয়া ভাটের পাশাপাশি নজরকাড়া অভিনয় করেছেন ধর্মেন্দ্র, শাবানা আজমি, টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়রা। তাতেই দর্শকদের আগ্রহ বাড়ে। মুক্তির দ্বিতীয় সপ্তাহে একশো কোটি ক্লাবে জায়গা পায় ছবিটি।

১৬০ কোটি টাকা বাজেটে তৈরি ছবি প্রায় সাড়ে তিনশো কোটির ব্যবসা করেছে। ছবির সাফল্যে বেজায় খুশি করণ জোহর। বহুদিন বাদে পরিচালনায় ফিরেছেন ফিরেই সাফল্য পেয়েছেন তিনি। এর আগে ইনস্টাগ্রামে প্রযোজক-পরিচালক লেখেন, “দারুণ লাগছে, আমাদের ‘কাহানি’কে এত ভালবাসা দিয়েছে আমি প্রবলভাবে কৃতজ্ঞ, খুশির ঠিকানা নেই।” এবার ছবির মুক্তির প্রায় পঞ্চাশ দিন পর শেয়ার করলেন অদেখা ভিডিও।

[আরও পড়ুন: ‘প্রধান’ ছবির শুটিংয়ে অজগরের গায়ে পা! যুবকের বিরুদ্ধে বনদপ্তরে অভিযোগ পরিবেশপ্রেমীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement