shono
Advertisement

বিমানবন্দরে ঢুকতে গিয়ে বাধা পেলেন করণ জোহর! ঠিক কী ঘটল পরিচালকের সঙ্গে?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করণের ভিডিও।
Posted: 05:14 PM Mar 21, 2023Updated: 05:14 PM Mar 21, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়ম সবার জন্য একই। তা সাধারণ মানুষ হোক কিংবা সেলেব। হ্য়াঁ, সম্প্রতি বলিউডের জনপ্রিয় পরিচালক করণ জোহরকে এমনই শিক্ষা দিলেন বিমানবন্দরে কর্মরত জওয়ানরা। সেলেবের আদপ কায়দা ঝেড়ে ফেলে রীতিমতো জব্দ হলেন করণ!

Advertisement

কাণ্ডটা একটু বিশদে বলা যাক। কাঁধে ব্যাগ নিয়ে দ্রুত বিমানবন্দরে প্রবেশ করছিলেন করণ জোহর। এতটাই তাড়াহুড়ো ছিল তাঁর যে বিমানবন্দরের গেটে পরিচয়পত্রও দেখাতে ভুলে যাচ্ছিলেন। ভেবেছিলেন সেলেব হওয়ার কারণে হয়তো বিশেষ ছাড় পাবেন। করণকে তাড়াহুড়োতে দেখে হয়তো মুম্বই বিমানবন্দরে কর্মরত জওয়ান করণকে ছেড়ে দেবেন। তবে করণের ভাবনায় জল। গেটের মুখে ঢুকতে গিয়েই করণকে বাধা দেন জওয়ান। দেখাতে বলেন পরিচয়পত্র। ভ্য়াবাচ্য়াকা খেয়ে করণ নাকি ব্যাগ থেকে বের করে দেখান তাঁর বিমানের টিকিট ও পরিচয়পত্র। তারপরই মেলে বিমানবন্দরে ঢোকার অনুমতি।

[আরও পড়ুন: ‘শাহরুখের কেরিয়ার একেবারে নষ্ট হয়ে যেত!’, বলিউড নিয়ে বিস্ফোরক অনুভব সিনহা]

করণের এই ভিডিও ভাইরাল হতেই, জওয়ানের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। উলটো দিকে করণরে কটাক্ষও করতে ছাড়েননি নেটিজেনের একাংশ।

[আরও পড়ুন: ‘অভিনয় ছেড়ে দেব’, অস্কার সেরে দেশে ফিরেই কেন এ মন্তব্য জুনিয়র এনটিআরের?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার