সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২ বছর ভারতীয় সেনার হয়ে দেশের সেবা করেছেন৷ কারগিল যুদ্ধে বুক চিতিয়ে লড়েছেন৷ অবসর নিয়েও মাথা উঁচু করে এতদিন বেঁচেছেন গণেশ কুমার শুক্লা৷ কিন্তু দেশকে ভালবাসার এই ফল তিনি একদিন পাবেন, কোনও দিন ভাবেননি৷ শুধুমাত্র ‘স্যালুট’ না করার অপরাধের তাঁকে মারধর করেছে সমাজবাদী পার্টির নেতা-কর্মীরা৷ এই অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের কাছে বিচার চাইলেন প্রাক্তন সেনাকর্মী৷
সোশ্যাল মিডিয়ায় গণেশের একটি ভিডিও আপলোড হয়েছে৷ যাতে প্রাক্তন জওয়ান জানিয়েছেন, সেনা থেকে অবসর নিয়ে রিলায়েন্স ডিজিটালে নিরাপত্তা রক্ষীর কাজ করেন তিনি৷ ক’দিন আগে সমাজবাদী পার্টির নেতা সি কে ত্রিপাঠি স্টোরে আসেন৷ গণেশের গেট খুলতে একটু দেরি হয়৷ এর জেরে গাড়ি থেকে নেমে তিনি গণেশের উপর চোটপাট করতে থাকেন৷ তাকে ‘সালুট’ করার নির্দেশ দেন৷ কিন্তু প্রাক্তন জওয়ান জানান তিনি দেশের পতাকা এবং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ছাড়া কাউকে সালুট করেন না৷ অভিযোগ, এতেই ক্ষেপে উঠে তাঁকে মারধর করতে থাকেন ত্রিপাঠি ও তার সঙ্গীরা৷ গণেশ বারবার বলতে থাকেন ভারতীয় সেনার প্রাক্তন কর্মী তিনি৷ এতে মারধরের পরিমান আরও বেড়ে যায়৷ স্থানীয় চৌকিতে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ গণেশের৷ এমনকী চৌকি থেকে লোকজন এসেও নাকি তাঁর কাছে কিছু জানতে চাওয়ার বদলে সমাজবাদী পার্টির সদস্যদের সঙ্গে যোগ দেয়৷
দেশের জন্য এতকাল সেবা করে এই কী তাঁর প্রাপ্য? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের কাছে এই প্রশ্ন রেখেছেন এই প্রাক্তন জওয়ানের৷ এর বিচার না পেলে আত্মহত্যারও হুমকি দিয়েছেন তিনি৷
The post ‘স্যালুট’ না জানানোর জন্য প্রাক্তন সেনাকর্মীকে মারধর নেতার appeared first on Sangbad Pratidin.