shono
Advertisement

বুকে ব্যথা, আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ‘পদ্মশ্রী’ করিমুল হক

হার্টে ব্লক রয়েছে বলে খবর।
Posted: 05:27 PM Nov 05, 2023Updated: 05:27 PM Nov 05, 2023

অরূপ বসাক, মালবাজার: আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ‘পদ্মশ্রী’ করিমুল হক। শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভরতি তিনি। সেখানেই চলছে চিকিৎসা।

Advertisement

বাইক অ্যাম্বুল্যান্স দাদা হিসেবে এলাকায় পরিচিত ‘পদ্মশ্রী’ করিমুল হক। ক্রান্তির চেকেন্দায় ভাণ্ডাড়ি মেলায় দর্শনার্থীদের সুবিধার্থে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য স্টল দিয়েছিলেন। সেখানে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। জানা গিয়েছে, মেলায় পৌঁছনোর আগেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পরিবারের সদস্যদের। দ্রুত যান পরিবারের সদস্যরা। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে।

[আরও পড়ুন: নজর ডায়মন্ড হারবার, অভিষেককে হারাতে শুভেন্দুর ‘তুরুপের তাস’ নওশাদ?]

করিমুল হকের ছেলে আমিনুল হক জানিয়েছেন, শিলিগুড়িতে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁর বাবাকে। রবিবার শারীরিক অবস্থা কিছুটা ভালো। তবে হার্টের একটি ভাল্ব ব্লকেজ হয়ে গিয়েছে বলে জানান তিনি।

[আরও পড়ুন: দিঘা থেকে ফেরার পথে দুর্ঘটনা, সরকারি বাস এবং লরির ধাক্কায় জখম অন্তত ২০]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার