shono
Advertisement

Karnataka: জাতীয় সড়কের উপর ছড়ানো সারি সারি কন্ডোম, কোথা থেকে এল? জানে না প্রশাসনও

অস্বস্তিতে স্থানীয়রা।
Posted: 09:03 AM Sep 09, 2021Updated: 01:20 PM Sep 09, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে তড়িঘড়ি বাড়ি থেকে কাজে বেরিয়েই চক্ষু চড়কগাছ। এ কী! রাস্তাজুড়ে এত কন্ডোম কোথা থেকে এল? তাও আবার জাতীয় সড়কের উপর ছড়ানো! কর্ণাটকের (Karnataka) টুমকুরের কাথসান্দ্রা-বাটাওয়ারি এলাকার বাসিন্দারা এখন রীতিমতো অস্বস্তিতে। কারণ, ওই এলাকায় ৪৮ নম্বর জাতীয় সড়কে দীর্ঘ এলাকাজুড়ে ছড়িয়ে রয়েছে সারি সারি কন্ডোম। কোথা থেকে এল? কেউ জানে না। সদুত্তর নেই প্রশাসনের কাছেও।

Advertisement

 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে, কর্ণাটকের টুমকুরের (Tumkur) ৪৮ নম্বর জাতীয় সড়কে কাথসান্দ্রা-বাটাওয়ারি সংযোগকারী রাস্তা বরাবর পড়ে রয়েছে সারি সারি কন্ডোম। যেতে-আসতে রাস্তায় সেই দৃশ্য দেখে অতিষ্ঠ স্থানীয়রা। অনেকেই হঠাৎ থমকে দাঁড়াচ্ছেন ওই এলাকায়। তাঁরা অভিযোগ করছে প্রশাসনের দিকে। স্থানীয়দের বক্তব্য, প্রশাসনকে জানিয়েও কোনও কাজ হচ্ছে না। এখনও কন্ডোমগুলি সরানোর কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না। যা নিয়ে ক্ষোভও জমেছে এলাকার বাসিন্দাদের মধ্যে। তাঁরা বলছেন, “এভাবে চলতে থাকলে তো এখানে বসবাস করা দায় হয়ে দাঁড়াবে।”

[আরও পড়ুন: সাতশোরও বেশি মহিলার অন্তর্বাস চুরি, আজব নেশার জেরে শ্রীঘরে প্রৌঢ়]

প্রশ্ন হচ্ছে, এত কন্ডোম ওই এলাকায় এল কোথা থেকে? স্থানীয়রা কেউই এর ব্যাখ্যা দিতে পারছে না। আবার স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে, তারাও এ বিষয়ে কোনও তথ্য দিতে পারেনি। প্রশাসনের বক্তব্য, তারা এ বিষয়ে কিছুই জানে না। লক্ষ্যনীয়ভাবে কন্ডোমগুলি ব্যবহৃত নয়। সেটা রহস্য আরও বাড়িয়েছে।

[আরও পড়ুন: একই যুবককে বিয়ের দাবিতে নাছোড় দুই যুবতী, কনে ঠিক করতে টস করল গ্রাম পঞ্চায়েত!]

স্থানীয় বাসিন্দাদের মধ্যে কেউ কেউ মনে করছেন, এটা হয়তো কোনও দুষ্টু লোকের কাজ। আবার অনেকে মনে করছেন, এগুলি কোনও সংস্থার কন্ডোম। হয়তো রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় কোনওভাবে পড়ে গিয়েছে। পরে আর সরানো হয়নি। কিন্তু কন্ডোমগুলি ওই এলাকায় ছড়িয়ে পড়ার কারণ যাই হোক, পুলিশ বা প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না? সে প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না কেউই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার