সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুটি ব্যাঙ্ক যথাক্রম SBI এবং PNB সরকারি তহবিলের অপব্যবহার করেছে, এই অভিযোগে তাদের সঙ্গে যাবতীয় লেনদেনে বন্ধ করে দিল কর্নাটক সরকার। উল্লেখ্য, SBI এবং PNB রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক, অর্থাৎ কেন্দ্রের অধীন। এদিন দুই ব্যাঙ্কের বিরুদ্ধেই কড়া নির্দেশিকা জারি করেছে কর্নাটকের অর্থ দপ্তর।
বুধবারই রাজ্যের সমস্ত বিভাগকে SBI এবং PNB-র সঙ্গে লেনদেন বন্ধের নির্দেশ দিয়েছে কর্নাটক অর্থ দপ্তর। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, "রাজ্য সরকারের বিভাগ, সরকারি অনুদানে পুষ্ট বিভাগ, কর্পোরেশন, স্থানীয় সরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য প্রতিষ্ঠান SBI এবং PNB-র অ্যাকাউন্টগুলির লেনদেন অবিলম্বে বন্ধ করবে৷ দুই ব্যাঙ্কে আপাতত কোনওরকম বিনিয়োগ এবং আমানত করা হবে না।"
[আরও পড়ুন: অপরাধীদের আড়াল করার চেষ্টা! RG Kar কাণ্ডকে উন্নাও-হাথরাসের সারিতে বসালেন রাহুল গান্ধী]
উল্লেখ্য, গত ২৬ মেয়ে আত্মহত্যা করেন মহাঋষি বাল্মিকী তপশিলি উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের অ্যাকাউন্টস সুপারিনটেনডেন্ট চন্দ্রশেখর পি। তিনি একটি সুইসাইড নোট রেখে যান। যেখান থেকে উন্নয়ন কর্পোরেশনের দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে আসে। ওই নোটে দাবি করা হয়, কর্পোরেশনের তহবিলের ১৮৭ কোটি টাকা অন্য অ্যাকাউন্টে পাঠানো হয়েছে কর্তৃপক্ষে অনুমোদন ছাড়াই। আরও ৮৮.৬২ কোটি টাকা একাধিক অ্যাকাউন্ট পাঠানো হয়। এই ঘটনা নিয়েই কর্নাটকের কংগ্রেস সরকার এবং বিরোধী বিজেপির মধ্যে ধুন্ধুমার বেঁধে গিয়েছে। এর মধ্যেই SBI এবং PNB-র সঙ্গে লেনদেন বন্ধের নির্দেশ দিল সিদ্ধারামাইয়া সরকার।