shono
Advertisement

আর্থিক পুরস্কার ফিরিয়ে নজির গড়লেন কর্নাটকের এই মহিলা পুলিশ আধিকারিক

জেলে শশীকলার রান্নাঘর তৈরির ঘটনা প্রকাশ্যে এনেছিলেন তিনি। The post আর্থিক পুরস্কার ফিরিয়ে নজির গড়লেন কর্নাটকের এই মহিলা পুলিশ আধিকারিক appeared first on Sangbad Pratidin.
Posted: 04:20 PM Mar 25, 2018Updated: 03:06 PM Jul 26, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কারা বিভাগের কর্মীদের ঘুষ দিয়ে জেলে আস্ত একটি রান্নাঘর বানিয়ে ফেলেছেন প্রয়াত জয়ললিতা ঘনিষ্ঠ শশীকলা। বিশেষ সুযোগ-সুবিধাও পাচ্ছেন তিনি। এই ঘটনা প্রকাশ্যে এনে শোরগোল ফেলে দিয়েছিলেন কর্ণাটকের কারা বিভাগের তৎকালীন ডিআইজি ডি রূপা। তড়িঘড়ি তাঁকে বদলি করা করে দেওয়া হয় ট্রাফিক বিভাগের আইজি পদে। এবার বিপুল অঙ্কের আর্থিক পুরস্কার ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এই মহিলা পুলিশ আধিকারিক। পুরস্কার প্রদানকারী স্বেচ্ছাসেবী সংগঠনকে লেখা এক চিঠিতে ডি রূপা বলেছেন, এই পুরস্কারজয়ীকে বিপুল পরিমাণ নগদ দেওয়া হয়। তাই এই পুরস্কার গ্রহণ করা তাঁর পক্ষে সম্ভব নয়।

Advertisement

[২ কোটি টাকা ঘুষ দিয়ে সংশোধনাগারে রান্নাঘর বানালেন শশীকলা]

পুরস্কারটির নাম নাম্মা বেঙ্গালুরু অ্যাওয়ার্ড। বিভিন্ন ক্ষেত্রে কৃতীদের পুরস্কৃত করে নাম্মা বেঙ্গালুরু ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ বছর গভর্নমেন্ট অফিশিয়াল অফ দ্য ইয়ার ক্যাটাগরিতে সম্ভাব্য বিজয়ী হিসেবে মনোনীত হয়েছেন কর্নাটক পুলিশের আইজি(হোমগার্ড)ডি রূপা। তবে শুধু তিনিই নন, নাম্মা বেঙ্গালুরু অ্যাওয়ার্ডের সম্ভাব্য বিজেতার তালিকায় রয়েছেন আরও ৮ জন সরকারি আধিকারিক। এঁদের মধ্যে থেকেই বিজয়ীর নাম ঘোষণা করা হবে। ডি রূপাই যে পুরস্কারটি পাবেন, এমন কোনও নিশ্চিয়তা নেই। কিন্তু, আগেভাগেই ওই স্বেচ্ছাসেবী সংগঠনকে চিঠি লিখে পুরস্কার গ্রহণ না করার কথা জানিয়ে দিলেন কর্ণাটক পুলিশের এই মহিলা আধিকারিক। চিঠিতে তিনি লিখেছেন, ‘প্রত্যেক সরকারি কর্মীর কাছ থেকে নিরপেক্ষতা আশা করা হয়। তাঁদের রাজনৈতিক মনোভাবাপন্ন সংগঠন বা সংস্থা থেকে দূরত্ব বজায় রাখা উচিত। তাহলেই জনমানসে পাবলিক সার্ভেন্টদের ভাবমূর্তি উজ্জ্বল হবে।’

[শশীকলার গোপন রান্নাঘর ফাঁস করে বদলি ‘উপহার’ পেলেন পুলিশ আধিকারিক]

২০১৭ সালে মাঝামাঝি খবরের শিরোনামে ওঠে এসেছিলেন ডি রূপা। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জয়ললিতার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন শশীকলা। কিন্তু, আয়ের সঙ্গে সঙ্গতিহীন মামলা তাঁকে চার বছরের কারাদণ্ডে সাজা দিয়েছে সুপ্রিম কোর্ট। এখন বেঙ্গালুরু কেন্দ্রীয় সংশোধানাগারে বন্দি শশীকলা। কারা বিভাগের জিআইজি পদে যোগ দেওয়ার পর, বেঙ্গালুরু কেন্দ্রীয় সংশোধানার পরিদর্শনে গিয়েছিলেন ডি রূপা। তখনই জেলে শশীকলার বিশেষ রান্নাঘর-সহ অন্যান্য সুযোগ-সুবিধা বিষয়টি তাঁর নজরে আসে। গোটা বিষয়টি জানিয়ে কারা বিভাগের ডিজিকে রিপোর্ট পাঠান রূপা। সেই রিপোর্টে প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। এরপরই ট্রাফিক বিভাগের আইজি পদে বদল করে দেওয়া এই মহিলা পুলিশ আধিকারিক।

[ব্যক্তিগত তথ্য বিদেশি সংস্থাকে পাচার করছে ‘মোদি অ্যাপ’!]

The post আর্থিক পুরস্কার ফিরিয়ে নজির গড়লেন কর্নাটকের এই মহিলা পুলিশ আধিকারিক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement