সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করতে হবে- ইনফোসিস (Infosys) প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির (Narayana Murthy) এই মন্তব্য ঘিরে দেশজুড়ে বিতর্ক তুঙ্গে উঠেছিল। এবারও আরও কয়েক ধাপ এগিয়ে দৈনিক ১৪ ঘণ্টা কাজের প্রস্তাব দিল কর্নাটকের তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রের দাবি তেমনই। ইতিমধ্যেই এই প্রস্তাবের বিরোধিতা করতে শুরু করেছেন কর্মীরা। স্বাস্থ্য ইস্যু ও ছাঁটাই প্রসঙ্গ তুলে সরব হয়েছেন তাঁরা।
প্রসঙ্গত, কর্নাটক সরকার দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিয়মে সংশোধন আনার কথা ভাবছে। এই পরিস্থিতিতেই সেরাজ্যের তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির তরফে প্রস্তাব দেওয়া হয়েছে কাজের সময় করা হোক ১৪ ঘণ্টা। এর মধ্যে ১২ ঘণ্টা মূল কাজের সময়। ওভারটাইম ২ ঘণ্টার। এই মুহূর্তের শ্রমিক আইন অনুযায়ী তা ১২ ঘণ্টা (১০ ঘণ্টা+ ২ ঘণ্টা ওভারটাইম)।
নয়া প্রস্তাবে আরও বলা হয়েছে, আইটি/আইটিইস/ বিপিওর কর্মীদের দিনে ১২ ঘণ্টার বেশি কাজের অনুমতি দিতে হবে। কোনওভাবেই তা পর পর তিন মাসের নিরিখে ১২৫ ঘণ্টা অতিক্রম করবে না।সরকারের তরফে নাকি এই নিয়ে প্রাথমিক ভাবে বৈঠকও করা হয়েছে। তবে এখনও সিদ্ধান্ত হয়নি। অচিরেই ক্যাবিনেটে তা আলোচিত হওয়ার কথা।
[আরও পড়ুন: মঞ্চে অখিলেশ-অভিষেক, আমন্ত্রিত মরিচঝাঁপি-সাঁইবাড়ির শহিদ পরিবারও, একুশের মঞ্চ থেকে কী বার্তা মমতার?]
ইতিমধ্যেই কর্নাটক স্টেট আইটি/আইটিইস এমপ্লয়িজ ইউনিয়ন তথা কিটুর তরফে এই প্রস্তাবের বিরোধিতা করা হয়েছে। সরাসরি হুঁশিয়ারি দিয়ে সংগঠনের তরফে বলা হয়েছে, এরকম নিয়ম লাগু হলে এক-তৃতীয়াংশ মানুষ চাকরি ছেড়ে দেবে। জানানো হয়েছে, আইটি সেক্টরের ৪৫ শতাংশ অবসাদে ভুগছেন। অন্যদিকে ৫৫ শতাংশের শারীরিক সমস্যা রয়েছে। ফলে কাজের সময় বাড়ালে পরিস্থিতি আরও খারাপ হবে। তাদের আর্জি, যন্ত্র নয়, মানুষ হিসেবে দেখা হোক কর্মীদের।