সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেক্স স্ক্যান্ডালে অভিযুক্ত প্রজ্জ্বল রেভান্নাকে (Prajwal Revanna) ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা! বিতর্কিত মন্তব্য করলেন কর্নাটকের মন্ত্রী। উল্লেখ্য, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতির একাধিক অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। তার জেরে গত কয়েকদিন ধরে উত্তাল রাজনৈতিক মহল। তার মধ্যেই বিতর্কিত মন্তব্য করেছেন কর্নাটকের মন্ত্রী।
সম্প্রতি প্রজ্জ্বলের বেশ কিছু অশ্লীল ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। অভিযোগ ওঠে, তাঁর বাড়ির পরিচারিকাদের টানা তিন বছর ধরে যৌন হেনস্তা করেছেন প্রজ্জ্বল। তদন্ত শুরু হতেই দেশ ছেড়েও পালিয়েছেন তিনি। তবে জেডিএস সাংসদের এই কাণ্ডে প্রবল অস্বস্তির মুখে পড়েছে বিজেপি। কারণ রেভান্নার সমর্থনে জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। সেই কাজকে তোপ দেগে রাহুল গান্ধী বলেছিলেন, ৪০০ মহিলার ধর্ষককে ভোটে জেতাতে প্রচার করেছেন প্রধানমন্ত্রী।
[আরও পড়ুন: গ্যারান্টির নামে ভোটারদের ব্যক্তিগত তথ্য নথিভুক্ত নয়, রাজনৈতিক দলগুলিকে নিষেধাজ্ঞা কমিশনের]
এই বিতর্কের আবহেই বেফাঁস মন্তব্য কর্নাটকের (Karnataka) আবগারি মন্ত্রী রামাপ্পা তিম্মাপুর। কংগ্রেসশাসিত কর্নাটকের মন্ত্রী বলেন, "রেভান্নার এই অশ্লীল কার্যকলাপের মতো খারাপ ঘটনা এই দেশে ঘটেনি। আমার তো মনে হয় এটা গিনেস বুকে রেভান্নার নাম উঠতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ একাধিক মহিলার সঙ্গে থাকতেন। কিন্তু প্রজ্জ্বলের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। মনে হয় গিনেস বুকে নাম তোলার জন্যই এই কাণ্ড ঘটিয়েছেন রেভান্না।"
কংগ্রেস মন্ত্রীর বিতর্কিত মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে বিজেপিও। কর্নাটকের প্রাক্তন মন্ত্রী সিটি রবি বলেন, "কর্নাটক সরকারের কংগ্রেস নেতা ভগবান শ্রীকৃষ্ণকে অপমান করেছেন। এখনই মন্ত্রিত্ব আর দল থেকে তাঁকে বহিষ্কার করা উচিত নয়তো বিজেপি তীব্র প্রতিবাদ শুরু করবে।" যদিও কর্নাটকের মন্ত্রীর কথার দায় নিতে চায়নি কংগ্রেস। দলের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেথ বলেন, রেভান্না একটা রাক্ষস। তবে মন্ত্রীর মন্তব্যকে মোটেই সমর্থন করে না কংগ্রেস।