সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেবাঞ্জন দেবকে চেনেন না। শুধু দলীয় অনুষ্ঠানে একবার দেখা হয়েছিল মাত্র। ভুয়ো IAS অফিসার কাণ্ডে তাঁর নাম জড়ানোর পর এই প্রতিক্রিয়াই দিলেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র (Lovely Maitra)। দেবাঞ্জন দেবের বিরুদ্ধে থানায় অভিযোগও করেছেন।
সোনারপুর এলাকায় ঘাসফুল শিবিরের শ্রমিক সংগঠনের অনুষ্ঠানে উপস্থিত ছিল কসবা জাল টিকা কাণ্ডের মূল অভিযুক্ত দেবাঞ্জন দেব (Debanjan Deb)। একই মঞ্চে ছিলেন বিধায়ক লাভলি মৈত্র। এই খবর প্রকাশ্যে আসতেই বিতর্কের সৃষ্টি হয়। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে লাভলি বলেন, “ভুয়ো IAS অফিসার দেবাঞ্জন দেব কিছু মানুষকে মাস্ক ও স্যানিটাইজার দিয়েছিলেন। তাঁকে চিনি না। দলীয় অনুষ্ঠানে দেখা হয়েছিল। শুনেছিলাম ভ্যাকসিনের ক্যাম্প করেছে। সোনারপুর এলাকার কিছু মানুষ কসবার ওই ক্যাম্পে গিয়ে ভ্যাকসিন নেন। তাঁদের সঙ্গে যোগাযোগ করেছি। আমি এ বিষয়ে অভিযোগ জানিয়েছি। ঘটনার উপযুক্ত তদন্ত করা হোক। কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’
[আরও পড়ুন: লোকাল ট্রেন চালুর দাবিতে পরপর ২ দিন অবরোধের জের, শিয়ালদহ দক্ষিণ শাখায় বাড়ল নিরাপত্তা]
পুলিশ সূত্রে খবর, টানা দশদিন ধরে কসবায় করোনার টিকাকরণ শিবিরের আয়োজন করেছিল দেবাঞ্জন দেব। মঙ্গলবার কসবার টিকাকরণ শিবির থেকে টিকা (Corona Vaccine) নেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। তবে মেসেজ না আসায় সন্দেহ হয় তাঁর। কলকাতা পুরসভায় বিষয়টি জানান। তাতেই কসবায় ভুয়ো টিকাকরণ শিবিরের পর্দাফাঁস হয়। সামনে আসে দেবাঞ্জন দেবের ‘কীর্তি’। ইতিমধ্যেই তাকে বেশ কয়েকবার দফায় দফায় জেরা করেছেন পুলিশ আধিকারিকরা। তাতেই জানা গিয়েছে, কলকাতা পুরসভার (KMC) নামে বেআইনিভাবে অ্যাকাউন্ট খুলেছিল দেবাঞ্জন। তদন্তে এই বিস্ফোরক তথ্য উঠে আসার পরই নিউ মার্কেট থানায় দেবাঞ্জনের বিরুদ্ধে একটি পৃথক FIR দায়ের হয়েছে।